বন্যা দেখতে পুলিশের প্রায় কোলেই চাপলেন মুখ্যমন্ত্রী, হাসির খোরাক হলেন নেটে
Last Updated:
বন্যা পরিস্থিতির শিকার হলে মুখ্যমন্ত্রীরা রাজ্য পরিদর্শনে যান ৷ এটাই প্রচলিত একটা ধারা ৷ কখনও সরেজমিনে কখনও আবার হেলিকপ্টার থেকেও বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তাঁরা ৷
#ভোপাল : বন্যা পরিস্থিতির শিকার হলে মুখ্যমন্ত্রীরা রাজ্য পরিদর্শনে যান ৷ এটাই প্রচলিত একটা ধারা ৷ কখনও সরেজমিনে কখনও আবার হেলিকপ্টার থেকেও বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তাঁরা ৷
তবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যা করলেন তাতে নেটিজেনদের হাসির খোরাক হলেন তিনি ৷ সাদা সাফারি শ্যুটের মুখ্যমন্ত্রীকে যাতে জলে পা রাখতে না হয় তারজন্য পুলিশ কর্মচারীদের কার্যত কাঁধে উঠলেন তিনি ৷ ছবিতে দেখা যাচ্ছেন শিবরাজ সিং চৌহ্বান দু‘দিকে দুই পুলিশ কর্মচারীর কাঁধে হাত দিয়ে বসে রয়েছেন ৷ তাঁর কোমরের অংশটা দুই হাত দিয়ে কোলে করে নেওয়ার মতো বসিয়ে রাখা হয়েছে ৷
advertisement
advertisement
বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত বিষয়ের জন্য খবরের শিরোনামে আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান ৷ জানুয়ারি মাস নাগাদ এক পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ এবারও আবার যেভাবে বন্যা হওয়া অঞ্চলে জলে পা না দেওয়ার জন্য পুলিশদের কার্যত কোলে উঠলেন তা কিন্তু ভালোভাবে দেখা হবে না ৷ মুখ্যমন্ত্রী যতই ছবিতে হাসুন, দর্শকরা কতটা হাসিমুখে নিতে পারেবন সেটা একটা বড় বিষয় ৷
advertisement
And we have our Madhya Pradesh Chief Minister @ChouhanShivraj who had become the butt of jokes after he was photographed being manually carried by policemen over a waterlogged area during an inspection of flood-hit areas in the state. pic.twitter.com/sztbEVCDDv
— Rahul Singh (@rahulreports) June 7, 2018
advertisement
Location :
First Published :
June 07, 2018 2:59 PM IST