War in Ukraine: যুদ্ধের জেরে রাশিয়ার চ্যানেলগুলিকে বিজ্ঞাপন থেকে টাকা রোজগারে বাধা দিল ইউটিউব

Last Updated:

YouTube: ইউটিউবের মুখপাত্র ফারশাদ শাদলু (YouTube spokesperson Farshad Shadloo) বলেছেন, এই চ্যানেলগুলির ভিডিও’ও সুপারিশ হিসেবে আর ঘন ঘন দেখা যাবে না।

১৫. ইউটিউব চ্যানেল: ঘরে বসেই আয় করার আরও একটি সহজ উপায় ইউটিউব চ্যানেল। শিক্ষামূলক থেকে রান্না শেখানো, লাইফ হ্যাকস্ থেকে বেড়ানো, বিষয় হতে পারে যে কোনও। চ্যানেলের ফলোয়ার বাড়াতে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। স্মার্টফোনে ভিডিও তুলেও আপলোড করতে পারেন চ্যানেলে। তবে শব্দ ও ছবির গুণমান ভাল হওয়া জরুরি। ভিডিওর যথেষ্ট ভিয়্যু হলে বিজ্ঞাপন বাবদ টাকা পাবেন।
১৫. ইউটিউব চ্যানেল: ঘরে বসেই আয় করার আরও একটি সহজ উপায় ইউটিউব চ্যানেল। শিক্ষামূলক থেকে রান্না শেখানো, লাইফ হ্যাকস্ থেকে বেড়ানো, বিষয় হতে পারে যে কোনও। চ্যানেলের ফলোয়ার বাড়াতে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। স্মার্টফোনে ভিডিও তুলেও আপলোড করতে পারেন চ্যানেলে। তবে শব্দ ও ছবির গুণমান ভাল হওয়া জরুরি। ভিডিওর যথেষ্ট ভিয়্যু হলে বিজ্ঞাপন বাবদ টাকা পাবেন।
#নয়াদিল্লি: ইউক্রেন আক্রমণের (War in Ukraine) জেরে এবার ফেসবুকের মতোই রাশিয়ার ডিজিটাল মাধ্যমকেও একঘরে করছে YouTube। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া চ্যানেল RT এবং অন্যান্য রাশিয়ান চ্যানেলগুলিকে ভিডিওর সঙ্গে চলা বিজ্ঞাপন থেকে টাকা তোলায় বাধা দিয়েছে ইউটিউব। ‘অভূতপূর্ব পরিস্থিতি’র (War in Ukraine) উল্লেখ করে ইউটিউব একটি বিবৃতিতে জানিয়েছে, “সাম্প্রতিক নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি রাশিয়ান চ্যানেল সহ বেশ কয়েকটি অন্য চ্যানেলের ইউটিউবে অর্থ উপার্জনের ক্ষমতাকে বন্ধ করে দিচ্ছে ইউটিউব।” বিজ্ঞাপনের বিষয়টি মূলত YouTube দ্বারাই নিয়ন্ত্রিত।
ইউটিউবের মুখপাত্র ফারশাদ শাদলু (YouTube spokesperson Farshad Shadloo) বলেছেন, এই চ্যানেলগুলির ভিডিও’ও সুপারিশ হিসেবে আর ঘন ঘন দেখা যাবে না। তিনি আরও বলেন, “সরকারি অনুরোধের কারণে আরটি এবং আরও কয়েকটি চ্যানেল ইউক্রেনে (War in Ukraine) আর অ্যাক্সেসযোগ্য থাকবে না।” ইউক্রেনের ডিজিটাল মন্ত্রী মাইখাইলো ফেডোরভ (Ukraine Digital Minister Mykhailo Fedorov) শনিবার ট্যুইট করে জানান যে তিনি “Russia 24, Novosti, TASS, RIA-র মতো প্রচারিত রাশিয়ান চ্যানেলগুলিকে ব্লক করার জন্য ইউটিউবের সঙ্গে যোগাযোগ” করেছেন।
advertisement
advertisement
ইউটিউব অন্যান্য ব্লক করা চ্যানেলগুলির নাম ঘোষণা করেনি। আইনপ্রণেতা এবং কিছু ব্যবহারকারীরা রাশিয়ান সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত চ্যানেলগুলির বিরুদ্ধে আরও বেশি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। Alphabet Inc-এর Google-এর মালিকানাধীন ইউটিউবকে বছরের পর বছর ধরে এই চ্যানেলগুলির ভুল তথ্য ছড়ানো এবং এর থেকে লাভবান হওয়া আটকাতে অনুরোধ করেছেন তাঁরা।
advertisement
ডিজিটাল গবেষক ওমেলাস সেই সময়ে রয়টার্সকে জানান, ২০১৮ সালের ডিসেম্বরে ২৬ টি ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন থেকে রাশিয়া আনুমানিক $৭ মিলিয়ন থেকে $৩২ মিলিয়ন ডলার আয় করেছে। YouTube আগে জানিয়েছিল, রাষ্ট্র অর্থনৈতিকভাবে যে মিডিয়া চ্যানেলগুলি চালায় তার সঙ্গে ইউটিউব নিজের নিয়মে চলে না। সাধারণত বিজ্ঞাপনের আয় ভাগ করার ক্ষেত্রে অন্যান্য চ্যানেলের চেয়ে পৃথক নিয়ম মেনে চলে রাষ্ট্রের এই চ্যানেলগুলি।
advertisement
ফেসবুকের মালিক মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াকে (War in Ukraine) বিশ্বের যে কোনো জায়গায় বিজ্ঞাপন দেখানো বা বিজ্ঞাপন থেকে আয় উপার্জনে বাধা দিয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
War in Ukraine: যুদ্ধের জেরে রাশিয়ার চ্যানেলগুলিকে বিজ্ঞাপন থেকে টাকা রোজগারে বাধা দিল ইউটিউব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement