Sri Lanka Protest : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে জমিয়ে রান্না প্রতিবাদীদের, চলছে দেদার তাস-ক্যারম-টিভি

Last Updated:

Srilanka Protest : তাঁদের দাবি, যত ক্ষণ না অবধি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ইস্তফা দিচ্ছেন, তত ক্ষণ অবধি তাঁরা সেখান থেকে নড়বেন না ৷

শ্রীলঙ্কা জুড়ে নিয়ম ভাঙা এবং উলটপুরণের খেলা
শ্রীলঙ্কা জুড়ে নিয়ম ভাঙা এবং উলটপুরণের খেলা
কলম্বো : শ্রীলঙ্কা জুড়ে নিয়ম ভাঙা এবং উলটপুরাণের খেলা চলছেই৷ অগণিত প্রতিবাদীর ভিড় দ্বীপরাষ্ট্রের রাজধানী কলম্বোয় ৷ তাঁদের দাবি, দেশ জুড়ে যে আর্থিক বিপর্যয়, তীব্র খাদ্য ও জ্বালানি সঙ্কট চলছে, তার দায় নিতে হবে সরকারকেই ৷ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের (Ranil Wickremesinghe) বাসভবনে ঠাঁই নিয়েছেন বেশ কয়েক জন প্রতিবাদী ৷ তাঁদের দাবি, যত ক্ষণ না অবধি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ইস্তফা দিচ্ছেন, তত ক্ষণ অবধি তাঁরা সেখান থেকে নড়বেন না ৷ (Sri Lanka Protest)
সম্প্রতি সংবাদ সংস্থার ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে প্রতিবাদীরা সিংহলি প্রধানমন্ত্রীর বাসভবনে রান্না করছেন, তাস ও ক্যারম খেলছেন! ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ কলম্বোয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিবাদীরা রান্না করতে শুরু করেছেন ৷ দেশ জুড়ে আর্থিক বিপর্যয়ের মধ্যে তাঁরা সেখানেই আছেন৷’’
সংবাদ সংস্থায় এক প্রতিবাদী জানিয়েছেন, ‘‘আমার প্রধানমন্ত্রীর বাসভবনের ভিতরেই আছি৷ সেখানে আমরা রান্না করতে শুরু করেছি ৷ আমরা প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্ঘে এবং প্রেসিডেন্ট রাজাপক্ষের ইস্তফা দাবি করছি ৷ তাঁরা পদত্যাগ করার পরই আমরা এখান থেকে বার হব ৷’’ অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে জিম ব্যবহার করছেন প্রতিবাদীরা ৷ অন্য কিছু ভিডিওতে দেখা গিয়েছে তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনে বসে টিভিও দেখছেন ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : সঙ্কটকালে পড়শি শ্রীলঙ্কাকে নজিরবিহীন সাহায্য ভারতের! চিনা প্রভাব কাটাতে পদক্ষেপ
এখানেই শেষ নয়৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর শয়নকক্ষে তাঁর শয্যার উপর উঠে তাণ্ডব চালাচ্ছেন প্রতিবাদীরা ৷ আক্ষরিক অর্থেই তাঁরা সেখানে ‘কুস্তি’ লড়ছিলেন যেন ৷ শয্যার চারপাশে গোল করে দাঁড়িয়ে ‘কুস্তি কুস্তি খেলা’ দেখছিলেন বাকিরা ৷ এদিকে দেশ জুড়ে এই পরিস্থিতির মধ্যেও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না এখনও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sri Lanka Protest : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে জমিয়ে রান্না প্রতিবাদীদের, চলছে দেদার তাস-ক্যারম-টিভি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement