Sri Lanka Protest : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে জমিয়ে রান্না প্রতিবাদীদের, চলছে দেদার তাস-ক্যারম-টিভি

Last Updated:

Srilanka Protest : তাঁদের দাবি, যত ক্ষণ না অবধি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ইস্তফা দিচ্ছেন, তত ক্ষণ অবধি তাঁরা সেখান থেকে নড়বেন না ৷

শ্রীলঙ্কা জুড়ে নিয়ম ভাঙা এবং উলটপুরণের খেলা
শ্রীলঙ্কা জুড়ে নিয়ম ভাঙা এবং উলটপুরণের খেলা
কলম্বো : শ্রীলঙ্কা জুড়ে নিয়ম ভাঙা এবং উলটপুরাণের খেলা চলছেই৷ অগণিত প্রতিবাদীর ভিড় দ্বীপরাষ্ট্রের রাজধানী কলম্বোয় ৷ তাঁদের দাবি, দেশ জুড়ে যে আর্থিক বিপর্যয়, তীব্র খাদ্য ও জ্বালানি সঙ্কট চলছে, তার দায় নিতে হবে সরকারকেই ৷ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের (Ranil Wickremesinghe) বাসভবনে ঠাঁই নিয়েছেন বেশ কয়েক জন প্রতিবাদী ৷ তাঁদের দাবি, যত ক্ষণ না অবধি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ইস্তফা দিচ্ছেন, তত ক্ষণ অবধি তাঁরা সেখান থেকে নড়বেন না ৷ (Sri Lanka Protest)
সম্প্রতি সংবাদ সংস্থার ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে প্রতিবাদীরা সিংহলি প্রধানমন্ত্রীর বাসভবনে রান্না করছেন, তাস ও ক্যারম খেলছেন! ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ কলম্বোয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিবাদীরা রান্না করতে শুরু করেছেন ৷ দেশ জুড়ে আর্থিক বিপর্যয়ের মধ্যে তাঁরা সেখানেই আছেন৷’’
সংবাদ সংস্থায় এক প্রতিবাদী জানিয়েছেন, ‘‘আমার প্রধানমন্ত্রীর বাসভবনের ভিতরেই আছি৷ সেখানে আমরা রান্না করতে শুরু করেছি ৷ আমরা প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্ঘে এবং প্রেসিডেন্ট রাজাপক্ষের ইস্তফা দাবি করছি ৷ তাঁরা পদত্যাগ করার পরই আমরা এখান থেকে বার হব ৷’’ অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে জিম ব্যবহার করছেন প্রতিবাদীরা ৷ অন্য কিছু ভিডিওতে দেখা গিয়েছে তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনে বসে টিভিও দেখছেন ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : সঙ্কটকালে পড়শি শ্রীলঙ্কাকে নজিরবিহীন সাহায্য ভারতের! চিনা প্রভাব কাটাতে পদক্ষেপ
এখানেই শেষ নয়৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর শয়নকক্ষে তাঁর শয্যার উপর উঠে তাণ্ডব চালাচ্ছেন প্রতিবাদীরা ৷ আক্ষরিক অর্থেই তাঁরা সেখানে ‘কুস্তি’ লড়ছিলেন যেন ৷ শয্যার চারপাশে গোল করে দাঁড়িয়ে ‘কুস্তি কুস্তি খেলা’ দেখছিলেন বাকিরা ৷ এদিকে দেশ জুড়ে এই পরিস্থিতির মধ্যেও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না এখনও ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sri Lanka Protest : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে জমিয়ে রান্না প্রতিবাদীদের, চলছে দেদার তাস-ক্যারম-টিভি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement