রিও ডি জেনেইরো: ভয়াবহ দৃশ্য ! ব্রাজিলের একটি পাহাড়ি ঝরনার পাশ দিয়ে মোটরচালিত নৌকাতে চেপে যাচ্ছিলেন একদল পর্যটক (Brazil Boat Accident) ৷ সেইসময়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ! পাহাড়ের অনেকটা অংশ ভেঙে মাথায় পড়ে তাদের ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের ৷ গুরুতর জখম ৯ জন (Viral Video) ৷ নৌকায় থাকা অনেক যাত্রী এখনও নিখোঁজ (Seven people were killed and nine were left injured after a wall of rock collapsed) ৷
আরও পড়ুন-টিকিট রিশেডেউলিংয়ে ‘চেঞ্জ ফি’ আপাতত নেওয়া হবে না, যাত্রীদের বিশেষ সুবিধা ইন্ডিগোর
বিপদ কখন ঘনিয়ে আসে, কেউ বলতে পারে না ৷ ব্রাজিলের সুল মিনাসের এই দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সবাই চমকে উঠেছেন ৷ ভয়ানক সেই দৃশ্য ! প্রকৃতির শোভা উপভোগ করতে করতেই বোট চালিয়ে যাচ্ছিলেন যাত্রীরা ৷ সেই সময় আচমকাই তাদের মাথার উপর ভেঙে পড়ে সেই বিশাল পাথরের অংশ ৷ শিউরে ওঠা সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
URGENTE!!! Pedras se soltam de cânion em Capitólio, em Minas, e atingem três lanchas. pic.twitter.com/784wN6HbFy
— O Tempo (@otempo) January 8, 2022
ব্রাজিলের এই হ্রদ পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনা, গুহা ইত্যাদির জন্যই এই জায়গায় বহু পর্যটক ভিড় করেন। পাহাড়ের গা ঘেঁষেই নৌকায় চেপে যাচ্ছিলেন পর্যটকরা ৷ ঠিক সেই সময় ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ৷
আরও পড়ুন-পার্টিতে যাওয়া মেয়েদের এই ছবিতে লুকিয়ে রয়েছে বড় রহস্য; খেয়াল করে দেখলে চমকে উঠবেন!
পাহাড়ের গা থেকে পাথর ভেঙে পড়তে দেখলেও আস্ত এত বড় একটা চাঁই যে ভেঙে পড়বে, তা কেউই আন্দাজ করতে পারেননি ৷ ভয়ঙ্কর সেই দৃশ্য ! আহতের সংখ্যা অনেক বেশি হলেও ৯ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Brazil, Viral Video