Death Toll in Ukraine: ১৫ দিনে ইউক্রেনে যুদ্ধের বলি ৭১ জন নিরীহ শিশু, আহত শতাধিক!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Ukraine War: রুশ আক্রমণের শুরু থেকে ১০ মার্চ সকাল ১১ টা পর্যন্ত, ৭১ জন শিশু নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে
#কিয়েভ: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেটে গিয়েছে ১৫ দিন! যুদ্ধ (Ukraine War) শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে কমপক্ষে ৭১ শিশু নিহত (Death Toll in Ukraine) হয়েছে এবং আহত হয়েছে ১০০ জনেরও বেশি! বৃহস্পতিবার ইউক্রেনের সংসদের একজন কর্মকর্তা যুদ্ধের এই মর্মান্তিক পরিসংখ্যান (Death Toll in Ukraine) তুলে ধরেছেন। বুধবারই মারিওপোলের একটি শিশু হাসপাতালে বোমা হামলার ঘটনা ঘটেছে। কেন নিরীহ শিশুদেরও রেহাই দিচ্ছে না রাশিয়া এই নিয়ে ব্যাপক ক্ষোভের মধ্যেই মৃত্যুর খতিয়ান প্রকাশ করেছে ইউক্রেন। ইউক্রেন সরকার জানিয়েছে ওই বোমা হামলায় এক অল্পবয়সী মেয়ে সহ তিনজন নিহত হয়েছে।
“রুশ আক্রমণের শুরু থেকে ১০ মার্চ সকাল ১১ টা পর্যন্ত, ৭১ জন শিশু নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে,” একটি টেলিগ্রাম বার্তায় লিখেছেন সংসদের মানবাধিকার বিষয়ক মুখপাত্র লিউডমিলা ডেনিসোভা।
advertisement
পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে রাশিয়ান সেনা এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতেরর মধ্যে পড়ে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব বন্দর মারিওপোলে এই হাসপাতালটি ক্ষতিগ্রস্ত (Death Toll in Ukraine) হয়েছে।
advertisement
সূত্রের খবর বোমা হামলায় ১৭ জন প্রাপ্তবয়স্কও আহত হয়েছেন। পশ্চিম জাইটোমির অঞ্চল মালিনে বিমান হামলায় সাতটি বাড়ি ধ্বংস হওয়ায় তিনজন শিশু এবং আরও দুইজন ব্যক্তি নিহত হয়েছেন। বিমান হামলায় শিশুদের মৃত্যুর এমন আরও বেশ কয়েকটি উদাহরণের (Death Toll in Ukraine) উল্লেখ করেন লিউডমিলা ডেনিসোভা।
advertisement
বুধবার রাতে, পূর্ব ইজিয়াম অঞ্চলের গ্রাম স্লোবোজানস্কে নিজেদের বাড়িতে বোমার আঘাতে দুই মহিলা এবং দুই শিশু নিহত (Death Toll in Ukraine) হয়েছে। ডেনিসোভা জানান, প্রাণে বেঁচেছে পাঁচ বছরের এক কন্যা। রাজধানী কিয়েভ থেকে কিছু দূর ইরপিনে ১০ বছর বয়সী এক কিশোরী গুরুতর আহত হয়েছে এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2022 10:01 PM IST