Russia-Ukraine War: ইউক্রেনের একটি বিমানবন্দরে ৮টি রুশ মিসাইলের হামলা ! ভয়াবহ দৃশ্যের ভিডিও ভাইরাল

Last Updated:

Missile Attack in an Ukrainian Airport: ইউক্রেনের একটি বিমানবন্দরে রুশ সেনার মিসাইল হামলার ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে ৷ ভিন্নিতসিয়ার (Vinnytsia) ওই বিমানবন্দরে এক বা দুটি নয়, একেবার আটটি মিসাইল হামলার ছবি ধরা পড়েছে (Russia-Ukraine War) ৷

Photo: Twitter
Photo: Twitter
কিভ: ইউক্রেনে রুশ সেনার গোলাবর্ষণের কোনও বিরতি নেই (Russia-Ukraine War) ৷ জায়গায় জায়গায় প্রতিনিয়ত চলছে মিসাইল হামলা ৷ শক্তিশালী সব ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন শহর এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ এরই মধ্যে ইউক্রেনের একটি বিমানবন্দরে রুশ সেনার মিসাইল হামলার ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে (Missile Attack in an Ukrainian Airport) ৷ ভিন্নিতসিয়ার (Vinnytsia) ওই বিমানবন্দরে এক বা দুটি নয়, একেবার আটটি মিসাইল হামলার ছবি ধরা পড়েছে (Russia-Ukraine War) ৷
এই হামলার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও পরে জানান ৷ তিনি বলেন রাশিয়ান মিসাইলের হামলায় ওই বিমানবন্দর কার্যত পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে ৷ এমন প্রচুর ক্ষয়ক্ষতির দৃশ্য এখন গোটা ইউক্রেন জুড়েই দেখা যাচ্ছে ৷
advertisement
advertisement
পুতিন সেনার হামলা শুরু হওয়ার পর এতদিন কেটে গেলেও এখনও ন্যাটো বাহিনীর কোনও সাহায্য না পেয়ে স্বভাবতই হতাশ জেলেনস্কি ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেই দিয়েছেন, ন্যাটো বাহিনীর কাছ থেকে আর কোনওরকম সাহায্য পাওয়ার আশা আর তিনি রাখছেন না ৷ তাঁর মতে, ন্যাটো রাশিয়াকে চটাতে চায় না ৷
advertisement
তাই শুধু সাহায্যের প্রতিশ্রতি ছাড়া ইউক্রেন এখনও পর্যন্ত কিছুই পায়নি ৷ একটি ভিডিও-বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘‘১৩ দিন ধরে শুধু প্রতিশ্রুতির কথাই শুনে আসছি। আকাশপথে নাকি আমাদের সাহায্য করা হবে। আমাদের জন্য বিমান পাঠানো হবে। এ বিষয়ে এখনও যারা সিদ্ধান্ত নিতে পারল না, সব দায়িত্ব কিন্তু তাদের উপরেই বর্তাবে ৷’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia-Ukraine War: ইউক্রেনের একটি বিমানবন্দরে ৮টি রুশ মিসাইলের হামলা ! ভয়াবহ দৃশ্যের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement