Sheikh Hasina thanks Narendra Modi: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশিদেরও উদ্ধার, মোদিকে ধন্যবাদ শেখ হাসিনার

Last Updated:

ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশ, নেপাল এবং টিউনিশিয়ার নাগরিকদেরও উদ্ধার করেছে ভারত (Sheikh Hasina thanks Narendra Modi)৷

মোদিকে ধন্যবাদ হাসিনার৷
মোদিকে ধন্যবাদ হাসিনার৷
#দিল্লি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine War) থেকে বাংলাদেশের নাগরিকদের উদ্ধারের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা (Sheikh Hasina thanks Narendra Modi)৷ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে অপারেশন গঙ্গা শুরু করেছে ভারত সরকার৷
এই উদ্ধার অভিযানেই ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশ, নেপাল এবং টিউনিশিয়ার নাগরিকদেরও উদ্ধার করেছে ভারত৷ এর পাশাপাশি একজন পাকিস্তানি নাগরিককেও ইউক্রেন থেকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছেন ভারতীয় আধিকারিকরা৷
advertisement
ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধারকাজ শুরু করেছে ভারত সরকার৷ কিন্তু ইউক্রেনের উত্তরপূর্ব অংশের শহর সুমিতে আটকে থাকা প্রায় সাতশো পড়ুয়াকে উদ্ধার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় ভারতকে৷
advertisement
এর পরেই রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার পরেই রাশিয়ার তরফে মঙ্গলবার ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়৷ সুমি সহ ইউক্রেনে আটক ভারতীয় সহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে বের করে আনতে মানব করিডরেরও ঘোষণা করা হয়৷ এর পরই সুমিতে আটকে পড়া ৬৯৪ জন ভারতীয়কেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে৷
advertisement
এখনও পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া ১৮ হাজার ভারতীয়কে বিশেষ বিমানে দেশে ফেরানো হয়েছে৷ গত ২২ ফেব্রুয়ারি থেকে এই উদ্ধার অভিযান শুরু হয়৷ ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sheikh Hasina thanks Narendra Modi: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশিদেরও উদ্ধার, মোদিকে ধন্যবাদ শেখ হাসিনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement