Most Costly Tea: গোপনে হচ্ছে চাষ, দাম কেজিপ্রতি ১৬ কোটি টাকা! বাংলাদেশের এই চা-এর রহস্য কী?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Most Costly Tea: অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি করা এবং সোনার প্রলেপ দেওয়া সোনালি রঙের এই চা'ই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামী চা।
advertisement
advertisement
advertisement
advertisement
বিশ্বের একাধিক রাজপরিবারের জন্য এই চা সরবরাহ করে তাঁরা। এই চা রাজপরিবারে জনপ্রিয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চায়ের নানা জাতের মধ্যে বিশ্বে এখন পর্যন্ত 'হোয়াইট টি' দামি চা হিসাবে বিবেচিত হয়ে থাকে। তবে বাংলাদেশে হোয়াইট টি-র চাষাবাদ খুব একটা হয় না। বাংলাদেশের প্রায় সব চা বাগানে ব্ল্যাক টি-র উৎপাদন হয়ে থাকে। এর বাইরে গ্রিন টি, ইনস্ট্যান্ট টি, ওলং টির কিছুটা চাষ হচ্ছে।