Sanat Jayasuriya On Srilanka Crisis: ‘‘ভারত প্রকৃত বন্ধুর মতো সাহায্য করছে’’ শ্রীলঙ্কা পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে খোলামেলা জয়সূর্য

Last Updated:

এই মুহূর্তে শ্রীলঙ্কার আর্থিক ও রাজনৈতিক পরিবেশ যা তা পুরো নৈরাজ্য জারি সেখানে৷ এই অবস্থায় ঘুরে দাঁড়াতে শক্তিধর দেশদের সাহায্য লাগবে৷ এমনটাই মত ওয়াকিবহাল মহলের৷

 Sanat Jayasuriya On Srilanka Crisis
Sanat Jayasuriya On Srilanka Crisis
#নয়াদিল্লি : শ্রীলঙ্কা নিয়ে প্রথমবার সরকারি ভাবে মুখ খুলেছে নয়াদিল্লি।  বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে বলেছেন, শ্রীলঙ্কায় তৈরি হওয়া পরিস্থিতির দিকে সব রকম ভাবে নজর রাখছে ভারত। শ্রীলঙ্কা এবং সেখানকার বাসিন্দারা বর্তমানে যে পরিস্থিতির সম্মুখীন, তা সম্পর্কে ভারত ওয়াকিবহাল। যেভাবে সেখানকার মানুষ এই সঙ্কটজনক পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, ভারত সরকার তার পাশে রয়েছে। বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে শ্রীলঙ্কাকে আর্থিক সহায়তা দানের কথাও বিবৃতিতে উল্লেখ করেছেন অরিন্দম বাগচি (Delhi On Srilanka Crisis)। আর এতেই দারুণ খুশি প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার সনৎ জয়সূর্য৷
এই মুহূর্তে শ্রীলঙ্কার আর্থিক ও রাজনৈতিক পরিবেশ যা তা পুরো নৈরাজ্য জারি সেখানে৷ এই অবস্থায় ঘুরে দাঁড়াতে শক্তিধর দেশদের সাহায্য লাগবে৷ এমনটাই মত ওয়াকিবহাল মহলের৷ সনৎ জয়সূর্য ট্যুইট বার্তায় জানিয়েছেন, ‘‘ ভারত প্রথম থেকেই এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার পাশে রয়েছে৷ বিভিন্ন সময়ে সাহায্য পাঠাচ্ছে৷ ভারত এই পরিস্থিতিতে যেভাবে সাহায্য করেছে তাতে ভারতকে অনেক ধন্যবাদ৷’’
advertisement
advertisement
advertisement
শ্রীলঙ্কাকে আর্থিক অনুদানের কথা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশের অগ্রাধিকার নীতির মধ্যে পড়ে, এই চিন্তাভাবনাকে ভরকেন্দ্র করে চলতি বছরে অপ্রত্যাশিতভাবে ভারত দ্বীপরাষ্ট্রটিকে ৩৮০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে,, যাতে তারা চলতি আর্থিক পরিস্থিতির মোকাবিলা করতে পারে (Delhi On Srilanka Crisis)।"
advertisement
এদিকে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির প্রতি উদ্বেগ প্রকাশ করে সেখানকার মানুষকে সমবেদনা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। শ্রীলঙ্কাকে সাহায্যের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
শনিবার হাজারে হাজারে বিক্ষোভকারী হামলা চালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে। জোর করে রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পড়ার পরে বিক্ষোভকারীদের রাষ্ট্রপতির বাড়ির পুলে সাঁতার কাটতেও দেখা গিয়েছে। পুলে নেমে দেশের জাতীয় পতাকা নেড়ে বিক্ষোভকারীদের ভিড় করতে দেখা যায়৷ পাশাপাশি রাষ্ট্রপতির বাড়িতে শোওয়ার ঘরে প্রতিবাদীদের খাটের ওপর দাপাদাপি করতেও দেখা গিয়েছে৷
advertisement
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। শ্রীলঙ্কার পতাকা নিয়ে হাজার হাজার বিক্ষোভকারী রবিবার সকালে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ঘেরাও করে, পুলিশ শূন্যে গুলি চালিয়েও তাঁদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। বিরোধী দল, মানবাধিকার কর্মী এবং বার অ্যাসোসিয়েশনের আইনি চ্যালেঞ্জের পরে পুলিশ কারফিউ প্রত্যাহার করার পরেই এই বিক্ষোভ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sanat Jayasuriya On Srilanka Crisis: ‘‘ভারত প্রকৃত বন্ধুর মতো সাহায্য করছে’’ শ্রীলঙ্কা পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে খোলামেলা জয়সূর্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement