#কলকাতা: Vastu Tips For Glass : প্রতি ব্যক্তি নিজের ঘরে কাঁচের তৈরি জিনিস ব্যবহার করেন৷ আমাদের সকলের বাড়িতেই একাধিক আয়না থাকে৷ আর এই আয়না বা কাঁচের জিনিস ভীষণভাবেই ভঙ্গুর হয়৷ আর এভাবেই স্বাভাবিকভাবেই বিভিন্ন জিনিস ভাঙতে থাকে৷ বহু মানুষ এটা নিয়ে কোনও ভাবনাচিন্তা না করেই জীবনে এগিয়ে যান৷ -Photo- Representative
কাঁচ ভাঙাকে অনেকের মতেই কাঁচের ভাঙা খুবই অশুভ৷ হিন্দু ধর্ম প্রাচীন কাল থেকে দর্পণের ভাঙা নিয়ে অনেক রকমের মত রয়েছে৷ কিছু মানুষ এগুলিকে অন্ধবিশ্বাস মনে করে এড়িয়ে যান৷ আবার অনেকেই একে শুভ ও অশুভ বলে মানতে পারেন৷ একটি প্রতিবেদনে পণ্ডিত কৃষ্ণকান্ত শর্মা বলেছেন কাঁচ ভাঙার পিছনে একাধিক ধারণা প্রচলিত রয়েছে৷ জেনে নিন৷ -Photo- Representative