Bhanga Kanch: কাঁচ ভাঙা পয়া না অপয়া, সমঝে চলুন নইলে সামনে দাঁড়িয়ে চরম ক্ষতি

Last Updated:
আয়না বা কাঁচের জিনিস ভীষণভাবেই ভঙ্গুর হয়৷ আর এভাবেই স্বাভাবিকভাবেই বিভিন্ন জিনিস ভাঙতে থাকে৷
1/6
#কলকাতা: Vastu Tips For Glass : প্রতি ব্যক্তি নিজের ঘরে কাঁচের তৈরি জিনিস ব্যবহার করেন৷  আমাদের সকলের বাড়িতেই একাধিক আয়না থাকে৷ আর এই আয়না বা কাঁচের জিনিস ভীষণভাবেই ভঙ্গুর হয়৷ আর এভাবেই স্বাভাবিকভাবেই বিভিন্ন জিনিস ভাঙতে থাকে৷ বহু মানুষ এটা নিয়ে কোনও ভাবনাচিন্তা না করেই জীবনে এগিয়ে যান৷ -Photo- Representative 
#কলকাতা: Vastu Tips For Glass : প্রতি ব্যক্তি নিজের ঘরে কাঁচের তৈরি জিনিস ব্যবহার করেন৷  আমাদের সকলের বাড়িতেই একাধিক আয়না থাকে৷ আর এই আয়না বা কাঁচের জিনিস ভীষণভাবেই ভঙ্গুর হয়৷ আর এভাবেই স্বাভাবিকভাবেই বিভিন্ন জিনিস ভাঙতে থাকে৷ বহু মানুষ এটা নিয়ে কোনও ভাবনাচিন্তা না করেই জীবনে এগিয়ে যান৷ -Photo- Representative 
advertisement
2/6
কাঁচ ভাঙাকে অনেকের মতেই কাঁচের ভাঙা খুবই অশুভ৷ হিন্দু ধর্ম প্রাচীন কাল থেকে দর্পণের ভাঙা নিয়ে অনেক রকমের মত রয়েছে৷ কিছু মানুষ এগুলিকে অন্ধবিশ্বাস মনে করে এড়িয়ে যান৷ আবার অনেকেই একে শুভ ও অশুভ বলে মানতে পারেন৷ একটি প্রতিবেদনে পণ্ডিত কৃষ্ণকান্ত শর্মা বলেছেন কাঁচ ভাঙার পিছনে একাধিক ধারণা প্রচলিত রয়েছে৷ জেনে নিন৷ -Photo- Representative 
কাঁচ ভাঙাকে অনেকের মতেই কাঁচের ভাঙা খুবই অশুভ৷ হিন্দু ধর্ম প্রাচীন কাল থেকে দর্পণের ভাঙা নিয়ে অনেক রকমের মত রয়েছে৷ কিছু মানুষ এগুলিকে অন্ধবিশ্বাস মনে করে এড়িয়ে যান৷ আবার অনেকেই একে শুভ ও অশুভ বলে মানতে পারেন৷ একটি প্রতিবেদনে পণ্ডিত কৃষ্ণকান্ত শর্মা বলেছেন কাঁচ ভাঙার পিছনে একাধিক ধারণা প্রচলিত রয়েছে৷ জেনে নিন৷ -Photo- Representative 
advertisement
3/6
কাঁচ ভাঙা শুভ না অশুভ  বাস্তু শাস্ত্র অনুযায়ি, ঘরে কাঁচ ভাঙা বিভিন্ন রকমের অর্থ হয়৷ বাস্তু শাস্ত্রে এমন বলা হয়েছ কাঁচ ভাঙলে পরিবারে কোনও সদস্যের ওপর বড় সঙ্কট এসে পড়তে পারে৷ ঘরে যদি কোনও কাঁচ ভাঙে তাহলে আপনার ঘরের ওপর থেকে সংকট টলে যায়৷ -Photo- Representative 
কাঁচ ভাঙা শুভ না অশুভ বাস্তু শাস্ত্র অনুযায়ি, ঘরে কাঁচ ভাঙা বিভিন্ন রকমের অর্থ হয়৷ বাস্তু শাস্ত্রে এমন বলা হয়েছ কাঁচ ভাঙলে পরিবারে কোনও সদস্যের ওপর বড় সঙ্কট এসে পড়তে পারে৷ ঘরে যদি কোনও কাঁচ ভাঙে তাহলে আপনার ঘরের ওপর থেকে সংকট টলে যায়৷ -Photo- Representative 
advertisement
4/6
ঘরে ভাঙা কাঁচ রাখবেন না  অনেক সময় দেখা যায় ভাঙা আয়না হয়ে যাওয়ার পরেও তার ব্যবহার করে চলেন৷ কিন্তু এটা কোনও ভাল কাজ নয়৷ এই ঘটনা দারুণ অশুভ৷ এই ভাঙা কাঁচ ঘরে নেগেটিভ এনার্জি তৈরি করে দেয়৷ -Photo- Representative 
ঘরে ভাঙা কাঁচ রাখবেন না অনেক সময় দেখা যায় ভাঙা আয়না হয়ে যাওয়ার পরেও তার ব্যবহার করে চলেন৷ কিন্তু এটা কোনও ভাল কাজ নয়৷ এই ঘটনা দারুণ অশুভ৷ এই ভাঙা কাঁচ ঘরে নেগেটিভ এনার্জি তৈরি করে দেয়৷ -Photo- Representative 
advertisement
5/6
এই বিষয়ে নজর রাখবেন  যদি আপনি বাজারে আয়না কিনতে যান তাহলে নজরে রাখবে আয়না যেন গোল বা ডিম্বাকৃতি না হয়৷ এই ধরণের আয়না ঘরের পজিটিভ এনার্জিকে নেগেটিভ এনার্জিতে পরিণত করে দেয়৷ -Photo- Representative 
এই বিষয়ে নজর রাখবেন যদি আপনি বাজারে আয়না কিনতে যান তাহলে নজরে রাখবে আয়না যেন গোল বা ডিম্বাকৃতি না হয়৷ এই ধরণের আয়না ঘরের পজিটিভ এনার্জিকে নেগেটিভ এনার্জিতে পরিণত করে দেয়৷ -Photo- Representative 
advertisement
6/6
ঘরে দর্পণ লাগানোর সময় মনে রাখবেন আয়নার চারপাশ যেন চকমকে বা উজ্জ্বল রঙের না হয়৷ ঘরের আয়নার ফ্রেম সবসময়ে হালকা রঙের হওয়া উচিত৷ -Photo- Representative 
ঘরে দর্পণ লাগানোর সময় মনে রাখবেন আয়নার চারপাশ যেন চকমকে বা উজ্জ্বল রঙের না হয়৷ ঘরের আয়নার ফ্রেম সবসময়ে হালকা রঙের হওয়া উচিত৷ -Photo- Representative 
advertisement
advertisement
advertisement