visa-free Sri Lanka: ভিসা ফ্রি শ্রীলঙ্কা, সুখবর ভারতীয় পর্যটকদের জন্য, দেখে নিন কার্যকরের দিনক্ষণ

Last Updated:

গত বছর অক্টোবরে ২৮,০০০ জনেরও বেশি ভারতীয় শ্রীলঙ্কায় গিয়েছিলেন যা সে দেশের মোট পর্যটকের প্রায় ২৬ শতাংশ৷ এর পরেই রয়েছে রাশিয়ার স্থান৷

ভারতবর্ষের জন্য সুখবর৷ শ্রীলঙ্কায় যেতে গেলে ভারতবর্ষের আর ভিসা লাগবে না৷
ভারতবর্ষের জন্য সুখবর৷ শ্রীলঙ্কায় যেতে গেলে ভারতবর্ষের আর ভিসা লাগবে না৷
কলোম্বো:  ভারতবর্ষের জন্য সুখবর৷ শ্রীলঙ্কায় যেতে গেলে ভারতীয়দের আর ভিসা লাগবে না৷ তবে যদিও এর সময়সীমা মাত্র ছয় মাসের! শ্রীলঙ্কা সরকার, ঘোষণা করেছে আগামী ছয় মাসের জন্য ভারত-সহ প্রায় পয়ত্রিশ দেশের শ্রীলঙ্কায় প্রবেশ করার জন্য কোনও রকম ভিসা লাগবে না৷
পর্যটক মন্ত্রকের উপদেষ্টা হারিন ফার্নান্দোর এই ঘোষণা করেন৷ পর্যটন দপ্তর থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কায় পর্যটন শিল্পের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত৷
advertisement
বিস্তীর্ণ সবুজ উপত্যকা, নীল স্বচ্ছ সমুদ্রের জল, অসাধারণ ল্যান্ডস্কেপ শ্রীলঙ্কাকে অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান করে তুলেছে৷
advertisement
১লা অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে৷ ভারত ছাড়াও চিন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা প্রভৃতি দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে৷ তালিকায় সৌদি আরব, কাতার-সহ বেশ কয়েকটা মদ্যপ্রাচ্যের দেশও রয়েছে৷
পর্যটকের জন্য শ্রীলঙ্কা এমনি-ই ভারতের বিশেষ পছন্দ৷ হিসেব বলছে, গত বছর অক্টোবরে ২৮,০০০ জনেরও বেশি ভারতীয় শ্রীলঙ্কায় গিয়েছিলেন যা শ্রীলঙ্কার মোট পর্যটকের প্রায় ২৬ শতাংশ৷ এর পরেই রয়েছে রাশিয়ার স্থান৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
visa-free Sri Lanka: ভিসা ফ্রি শ্রীলঙ্কা, সুখবর ভারতীয় পর্যটকদের জন্য, দেখে নিন কার্যকরের দিনক্ষণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement