Snake Story:ভয়ঙ্কর কাণ্ড! উঠোনময় ঘুরে বেড়াচ্ছে সাপ, মুখে ওটা কী? জানলে চমকে উঠবেন

Last Updated:

একটা ভিডিওতে দেখা যায় একটা সাপ উঠোনময় ঘুরে বেড়াচ্ছে৷ এই অবধি কোনও সমস্যা ছিল না৷ কিন্তু সমস্যার সূত্রপাত তার পর থেকে৷

উঠোনে ঘরে বেরাচ্ছে সাপ
উঠোনে ঘরে বেরাচ্ছে সাপ
প্রতিদিনের ভিডিওতে তো কত কিছুই ভাইরাল হয়৷ এমনই একটা ভিডিওতে দেখা যায় একটা সাপ উঠোনময় ঘুরে বেড়াচ্ছে৷ এই অবধি কোনও সমস্যা ছিল না৷ কিন্তু সমস্যার সূত্রপাত তার পর থেকে৷
একটু পর সে কিছু একটা ইয়া বড় জিনিস মুখে করে নিয়ে যাচ্ছে৷ কত কিছুই হতে পারত৷ কিন্তু হল কি, না একটা চপ্পল৷
advertisement
ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে নাগরাজ মশাই হেলতে দুলতে উঠোনময় ঘুরছেন৷ হঠাৎই তার নজর পড়ে এক বড় চপ্পলের উপর৷ ব্যাস, আর যায় কোথায়! চপ্পল বাবাজির আর রেহাই নেই৷
advertisement
ভিডিওতেই বোঝা যাচ্ছে চপ্পলের ওজন কিন্তু বেশ ভালই৷ তবে তাতে কী! প্রথমে ভাল করে সেটাকে জড়ানো হল৷ তারপর মুখে করে টানতে টানতে সোজা ঘাসের জঙ্গলের ওপারে৷
এই ভিডিওতে একটা মহিলার কণ্ঠস্বর দেখা যাচ্ছে৷ সাপে দেখে ভয় পাবে, তা না? এই কীর্তি দেখে তো সে হেসে অস্থির ৷ সাপ মশাইয়ের কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই৷
advertisement
ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে৷ সঙ্গে সঙ্গে কমেন্টে হাসির ইমোজির বন্যা বয়ে গিয়েছে৷ তবে? নাগরাজ কেবল রাগি নয়, মাঝে মধ্যে নেটিজেনকে হাসির খোরাকও কিন্তু জোগাতে পারেন৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Story:ভয়ঙ্কর কাণ্ড! উঠোনময় ঘুরে বেড়াচ্ছে সাপ, মুখে ওটা কী? জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement