Snake Story:ভয়ঙ্কর কাণ্ড! উঠোনময় ঘুরে বেড়াচ্ছে সাপ, মুখে ওটা কী? জানলে চমকে উঠবেন

Last Updated:

একটা ভিডিওতে দেখা যায় একটা সাপ উঠোনময় ঘুরে বেড়াচ্ছে৷ এই অবধি কোনও সমস্যা ছিল না৷ কিন্তু সমস্যার সূত্রপাত তার পর থেকে৷

উঠোনে ঘরে বেরাচ্ছে সাপ
উঠোনে ঘরে বেরাচ্ছে সাপ
প্রতিদিনের ভিডিওতে তো কত কিছুই ভাইরাল হয়৷ এমনই একটা ভিডিওতে দেখা যায় একটা সাপ উঠোনময় ঘুরে বেড়াচ্ছে৷ এই অবধি কোনও সমস্যা ছিল না৷ কিন্তু সমস্যার সূত্রপাত তার পর থেকে৷
একটু পর সে কিছু একটা ইয়া বড় জিনিস মুখে করে নিয়ে যাচ্ছে৷ কত কিছুই হতে পারত৷ কিন্তু হল কি, না একটা চপ্পল৷
advertisement
ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে নাগরাজ মশাই হেলতে দুলতে উঠোনময় ঘুরছেন৷ হঠাৎই তার নজর পড়ে এক বড় চপ্পলের উপর৷ ব্যাস, আর যায় কোথায়! চপ্পল বাবাজির আর রেহাই নেই৷
advertisement
ভিডিওতেই বোঝা যাচ্ছে চপ্পলের ওজন কিন্তু বেশ ভালই৷ তবে তাতে কী! প্রথমে ভাল করে সেটাকে জড়ানো হল৷ তারপর মুখে করে টানতে টানতে সোজা ঘাসের জঙ্গলের ওপারে৷
এই ভিডিওতে একটা মহিলার কণ্ঠস্বর দেখা যাচ্ছে৷ সাপে দেখে ভয় পাবে, তা না? এই কীর্তি দেখে তো সে হেসে অস্থির ৷ সাপ মশাইয়ের কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই৷
advertisement
ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে৷ সঙ্গে সঙ্গে কমেন্টে হাসির ইমোজির বন্যা বয়ে গিয়েছে৷ তবে? নাগরাজ কেবল রাগি নয়, মাঝে মধ্যে নেটিজেনকে হাসির খোরাকও কিন্তু জোগাতে পারেন৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Story:ভয়ঙ্কর কাণ্ড! উঠোনময় ঘুরে বেড়াচ্ছে সাপ, মুখে ওটা কী? জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement