Viral Video: ‘তবা তবা’ গানে তুমুল নাচ, রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা, যা ঘটল মহিলার সঙ্গে ....

Last Updated:

ভিডিওতে মেয়েটিকে ‘তবা তবা’ গানে নাচতে দেখা যায়৷ রাস্তার ধারে নাচতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে

‘তবা তবা’ গানে নাচতে গিয়েছিলেন মহিলাটি
‘তবা তবা’ গানে নাচতে গিয়েছিলেন মহিলাটি
নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়াতে লাইক পাওয়ার জন্য কতজনাই কতকিছু করে৷ এর ফলে দুর্ঘটনার মাত্রাও খুব একটা কম দেখা যায় না৷ কত জনাই এর কারণে গুরুতর আহত হয়েছেন৷ এই ট্রেন্ড শেষ তো হচ্ছেই না! বরং উত্তোরত্তর তা আরও বৃদ্ধি পাচ্ছে৷
এই রকমই একটা ট্রেন্ড দেখা গেল সোশ্যাল মিডিয়াতে৷ সেখানে এক ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলার রাস্তার ধারে একটা অডিওতে নাচের রিল বানাচ্ছে৷
advertisement
বানাতে গিয়ে হঠাৎ করে মেয়েটা পড়ে গিয়েছে, তাতে হয়তো প্রাথমিকভাবে কিছুটা আহতও হয়েছে সে৷ কিন্তু এর পরও মহিলা নাচা থামেনি৷
advertisement

View this post on Instagram

A post shared by srelekha paul (@mona_dance_)

advertisement
ভিডিওটি সোশ্যালমিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সেখানে দেখা যাচ্ছে, ‘তবা তবা’ গানে মহিলাটি রিলসে নাচছে৷ ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ সিনেমার এই গান সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হয়ে গিয়েছে৷ মহিলাটিও এই ট্রেন্ডেই ঘা ভাসিয়েছিল৷
সোশ্যাল মিডিয়ার ভাইরাল কমেন্টে অনেকেই রিলস করতে গিয়ে আঘাত পাওয়া ঘটনাকে সমালোচনা করেছেন৷ আবার অনেকে আঘাত পেয়ে আবার উঠে দাঁড়িয়ে নাচ চালিয়ে যাওয়ার মানসিকতাকে কুর্নিশও জানিয়েছেন৷
advertisement
একজন লিখেছেন, ‘‘দয়া করে এই ধরনের কিছু করার আগে সতর্ক হন৷ যে কোনও সময় বাস এসে আপনাকে আঘাত করতে পারত৷ আবার অন্য একজন লিখেছেন,‘‘তোমার আত্মবিশ্বাসের প্রশংসা করতে হয়৷
আত্মবিশ্বাস না হয় হল, কিন্তু কিছু মাত্র লাইক-কমেন্টের নেশায় বার বার আহত হওয়ার ঘটনা কমা দরকার৷ তার জন্য আত্ম সচেতন না হওয়া ছাড়া আর কোনও উপায় নেই
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘তবা তবা’ গানে তুমুল নাচ, রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা, যা ঘটল মহিলার সঙ্গে ....
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement