Viral Video: ‘তবা তবা’ গানে তুমুল নাচ, রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা, যা ঘটল মহিলার সঙ্গে ....
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
ভিডিওতে মেয়েটিকে ‘তবা তবা’ গানে নাচতে দেখা যায়৷ রাস্তার ধারে নাচতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে
নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়াতে লাইক পাওয়ার জন্য কতজনাই কতকিছু করে৷ এর ফলে দুর্ঘটনার মাত্রাও খুব একটা কম দেখা যায় না৷ কত জনাই এর কারণে গুরুতর আহত হয়েছেন৷ এই ট্রেন্ড শেষ তো হচ্ছেই না! বরং উত্তোরত্তর তা আরও বৃদ্ধি পাচ্ছে৷
এই রকমই একটা ট্রেন্ড দেখা গেল সোশ্যাল মিডিয়াতে৷ সেখানে এক ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলার রাস্তার ধারে একটা অডিওতে নাচের রিল বানাচ্ছে৷
advertisement
বানাতে গিয়ে হঠাৎ করে মেয়েটা পড়ে গিয়েছে, তাতে হয়তো প্রাথমিকভাবে কিছুটা আহতও হয়েছে সে৷ কিন্তু এর পরও মহিলা নাচা থামেনি৷
advertisement
advertisement
ভিডিওটি সোশ্যালমিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সেখানে দেখা যাচ্ছে, ‘তবা তবা’ গানে মহিলাটি রিলসে নাচছে৷ ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ সিনেমার এই গান সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হয়ে গিয়েছে৷ মহিলাটিও এই ট্রেন্ডেই ঘা ভাসিয়েছিল৷
সোশ্যাল মিডিয়ার ভাইরাল কমেন্টে অনেকেই রিলস করতে গিয়ে আঘাত পাওয়া ঘটনাকে সমালোচনা করেছেন৷ আবার অনেকে আঘাত পেয়ে আবার উঠে দাঁড়িয়ে নাচ চালিয়ে যাওয়ার মানসিকতাকে কুর্নিশও জানিয়েছেন৷
advertisement
একজন লিখেছেন, ‘‘দয়া করে এই ধরনের কিছু করার আগে সতর্ক হন৷ যে কোনও সময় বাস এসে আপনাকে আঘাত করতে পারত৷ আবার অন্য একজন লিখেছেন,‘‘তোমার আত্মবিশ্বাসের প্রশংসা করতে হয়৷
আত্মবিশ্বাস না হয় হল, কিন্তু কিছু মাত্র লাইক-কমেন্টের নেশায় বার বার আহত হওয়ার ঘটনা কমা দরকার৷ তার জন্য আত্ম সচেতন না হওয়া ছাড়া আর কোনও উপায় নেই
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2024 3:18 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘তবা তবা’ গানে তুমুল নাচ, রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা, যা ঘটল মহিলার সঙ্গে ....