Arachnophobia | Viral: ঘর থেকে মাকড়সা তাড়িয়ে দিলেই মিলবে কড়কড়ে টাকা! ভাইরাল সোশ্যাল মিডিয়ার পোস্ট
- Published by:Satabdi Adhikary
Last Updated:
দুঃখের বিষয় ওই মহিলার পোস্ট হুহু করে শেয়ার হলেও তেমন কোনও লাভ হয়নি। মাকড়সা তাড়াতে কেউ যাননি তাঁর বাড়ি। সাহায্যের জন্যেও এগিয়ে আসেনি। শেষে, মাকড়সা তাড়াতে চলে গিয়েছিলেন পুলিশের কাছে।
অস্ট্রেলিয়া: মাকড়সা পছন্দ করেন এমন মানুষ বোধহয় দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু, তা-ও ঘরের কোনায়, ঝুলের জালে ইতিউতি দু-একটা আরশোলা তো আমরা দেখেই থাকি, তাই না? আকারে ছোট হলে, কিংবা দূরে থাকলে আমরাও মাকড়সাদের এড়িয়ে চলতে পারি। এমনিতে, ওরা তো ক্ষতি কিছু করে না। থাকে ঘরের কোনায়, নিজের মতো। কিন্তু, এমন কিছু মানুষ আছেন, যাঁদের মাকড়সা ভীতি কিন্তু ক্লিনিকাল পর্যায়ে। অর্থাৎ, অনেক ক্ষেত্রে এই ভয় কাটাতে তাঁদের কাউন্সেলিংও করাতে হয়। নিতে হয় চিকিৎসকের পরামর্শ। মাকড়সা দেখলে তাঁরা ভয়ে পাগল হয়ে যান।
এই পরিস্থিতির নাম আরাকনোফোবিয়া। মাকড়সার মতো আট পেয়ে জীব দেখলেই এই সমস্ত মানুষরা সিঁটকে যান আতঙ্কে। ডেইলি মেইলের প্রতিবেদনে এমনই এক অস্ট্রেলিয়া নিবাসী ব্রিটিশ মহিলার কথা বলা হয়েছে। প্রতিবেদক দাবি করেছেন, এই মহিলা আরাকনোফোবিক। মাকড়সাকে খুব ভয় পান। যদিও এই ধরনের লোকেদের বারবার মাকড়সা দেখিয়ে, কিংবা ছবি ও ভিডিয়োর মাধ্যমে থেরাপি দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে, কিন্তু, এই মহিলার ক্ষেত্রে তেমন কোনও চিকিৎসা শুরু হওয়ার আগেই ঘটে যায় বিপত্তি। তাঁর বাড়িতে হঠাৎ করেই বাসা বেঁধে ফেলে বিরাট এক মাকড়সা। আর সেটা নিয়েই তীব্র আতঙ্কে ভুগতে শুরু করেন তিনি।
advertisement
আরও পড়ুন: ভয়ডরের নামগন্ধ নেই! পাইথনকে কোলে নিয়ে বেজায় আদর খুদের, দেখলে হাড়হিম হয়ে যাবে, ভাইরাল হল ভিডিও
মাকড়সা তাড়ানোর অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষমেশ যখন কোনও কাজ হল না তখন সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন ওই মহিলা। দিয়ে ফেলেন অদ্ভুত এক পোস্ট।
advertisement
মহিলার প্রস্তাব ছিল, যে ব্যক্তি ওই মাকড়সাকে তাঁর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন, তাঁকে তিনি নগদ পুরস্কার দেবেন। তাঁর সারা বাড়ি জুড়ে লোমশ আটপেয়ে একটা জীব হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা তিনি সহ্য করতে পারছেন না। অসুস্থ হয়ে পড়ছেন। নিজের পোস্টে মহিলা জানান, কেউ যদি এই মাকড়সাকে তাঁর বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তিনি তার বিনিময়ে তাঁকে ৫০ ডলার দেবেন।
advertisement
আরও পড়ুন: মাঝরাতে গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেন, আর চটকাবে না ঘুম, আপনাকে ডেকে দেবে ভারতীয় রেল!
তবে, দুঃখের বিষয় ওই মহিলার পোস্ট হুহু করে শেয়ার হলেও তেমন কোনও লাভ হয়নি। মাকড়সা তাড়াতে কেউ যাননি তাঁর বাড়ি। সাহায্যের জন্যেও এগিয়ে আসেনি। শেষে, মাকড়সা তাড়াতে চলে গিয়েছিলেন পুলিশের কাছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 19, 2023 8:07 PM IST

