প্রথমে অফিসের টয়লেট, তার পর হোটেল… বিদেশে গিয়ে ধর্ষন, ১৮ বছর আগের অপরাধে অবশেষে মিলল শাস্তি!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
২০০৭ সালে সিঙ্গাপুরের ‘পিপলস অ্যাসোসিয়েশন’ (PA)-এ কর্মরত ছিলেন রঞ্জিত প্রসাদ। যুবকদের নিয়ে কাজ করত সে। সেই সময় ১৬ বছরের এক কিশোর তার সংস্থার যুব নেটওয়ার্ক প্রোগ্রামে যোগ দিতে আগ্রহী হয়। তার পরেই ভয়ঙ্কর কাণ্ড!
সিঙ্গাপুর: সিঙ্গাপুরে ১৮ বছর আগের এক ধর্ষণের মামলায় ভারতীয় বংশোদ্ভূত রঞ্জিত প্রসাদকে ১০ বছর, ছয় মাসের কারাদণ্ড দিল আদালত। ২০০৭ সালে ১৬ বছরের এক কিশোরকে যৌন নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত হয় সে। নিজের প্রভাব খাটিয়ে একাধিকবার সেই কিশোরকে লালসার শিকার করেছিল রঞ্জিত। অবশেষে বিচারের রায় শোনালো আদালত।
দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ
advertisement
২০০৭ সালে সিঙ্গাপুরের ‘পিপলস অ্যাসোসিয়েশন’ (PA)-এ কর্মরত ছিলেন রঞ্জিত প্রসাদ। যুবকদের নিয়ে কাজ করত সে। সেই সময় ১৬ বছরের এক কিশোর তার সংস্থার যুব নেটওয়ার্ক প্রোগ্রামে যোগ দিতে আগ্রহী হয়। সেই সুযোগে প্রথমে অফিসের টয়লেটে, পরে এক হোটেলে তাকে ধর্ষণ করেন রঞ্জিত। ভয়ে এতদিন চুপ ছিল ছেলেটি। কিন্তু ২০২০ সালের ২৪ আগস্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
advertisement
কী বলল আদালত?
মামলাটি দীর্ঘদিন চলার পর সম্প্রতি আদালত রায় ঘোষণা করেছে। বিচারপতি জন এনজি বলেন, রঞ্জিত তার পদমর্যাদার অপব্যবহার করেছে এবং তার কাজ নির্যাতিতের জীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে। সব দিক বিবেচনা করে আদালত তাকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
advertisement
রঞ্জিত কি শাস্তি মেনে নিয়েছে?
জানা গিয়েছে, রঞ্জিত প্রসাদ আদালতের এই রায় চ্যালেঞ্জ করতে চায়। যদিও আপাতত তাকে কারাগারেই থাকতে হবে। এই ঘটনায় ফের একবার স্পষ্ট, অপরাধের বিচার দেরিতে হলেও একদিন ঠিকই হয়!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 2:02 PM IST