#সিডনি: দরজার ফাঁকে লুকিয়ে থাকছে মাকড়সা! পূর্ব অস্ট্রেলিয়ায় বসত বাড়িতেই পাওয়া যাচ্ছে এই নতুন ধরনের মাকড়সার সন্ধান। যা চমকে দিয়েছে বিজ্ঞানীদের। এতদিন ধরে এই বিশেষ প্রজাতির মাকড়সার সন্ধান বিজ্ঞানীদের কাছে ছিল না। তাঁরা দেখেছেন, এই মাকড়সা দরজার ফাঁকে লুকিয়ে থাকে।
গবেষকরা বলছেন, সাধারণ মাকড়সার থেকে এর ডিএনএর গঠন বেশ কিছুটা আলাদা। এমনকী এগুলি দেখতেও আলাদা রকম। এগুলির ধরণই হচ্ছে, এগুলি দরজার ফাঁকে লুকিয়ে থাকে। এই ধরনের মাকড়সার নাম গবেষকরা দিয়েছেন Cryptoforis hughesae। এই গ্রুপের মধ্যে প্রায় ২০টি নতুন ধরনের মাকড়সার সন্ধান পেয়েছেন গবেষকরা।
ক’দিন আগেই অস্ট্রেলিয়াতেই এক নতুন ধরনের মাছের প্রজাতির সন্ধান পাওয়া যায়। তার পরে এই গবেষকদের হাতে এল এই নতুন প্রজাতির মাকড়সার সন্ধান, যা অবাক করছে গবেষকদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।