Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগোলেন আরও এক ধাপ, ইতিহাস সৃষ্টির অপেক্ষায় ঋষি সুনক

Last Updated:

কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের লড়াইয়ে তৃতীয় রাউন্ডের শেষে ১১৫টি ভোট পেয়েছিলেন ঋষি সুনক৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগোলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগোলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক৷
#লন্ডন: বরিস জনসনের জায়গায় ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক৷ তিনি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন৷ প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার জন্য চলতে থাকা নির্বাচনী প্রক্রিয়ায় চতুর্থ রাউন্ডের শেষে ১১৮টি ভোট পেয়ে সবথেকে এগিয়ে রয়েছেন সুনকই৷
কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের লড়াইয়ে তৃতীয় রাউন্ডের শেষে ১১৫টি ভোট পেয়েছিলেন ঋষি সুনক৷ চতুর্থ রাউন্ডের ভোটদানের শেষে আরও কিছুটা এগিয়ে গিয়েছেন তিনি৷ সুনকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাণিজ্য মন্ত্রী পেনি মরডন্ট পেয়েছেন ৯২টি ভোট৷ বিদেশ সচিব লিজ ট্রাসের ঝুলিতে রয়েছে ৮৬টি ভোট৷
advertisement
advertisement
বুধবার চূড়ান্ত রাউন্ডের ভোটদান হবে৷ তার পর তিন প্রার্থীর মধ্যে কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ভোট প্রাপ্তির নিরিখে প্রথম দু' জনকে বেছে নেওয়া হবে৷ কনজারভেটিভ প্রার্থীর মোট সাংসদের এক তৃতীয়াংশের সমর্থনই প্রায় পেয়ে গিয়েছেন সুনক৷ ফলে প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত লড়াইয়ে যে তিনি থাকছেন, তা এক রকম নিশ্চিত৷
advertisement
একের পর এক দুর্নীতি এবং মন্ত্রিসভার একাধিক সদস্য ইস্তফা দেওয়ার জেরে গত ৭ জুলাই পদত্যাগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ তবে সুনক তাঁর চেয়ারে বসুন, তা একেবারেই চান না জনসন৷ ২০১৫ সালে প্রথমবার ব্রিটেনের সাংসদ নির্বাচিত হন সুনক৷ ইয়র্কশায়ারের রিচমন্ড এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন তিনি৷
এর পর কনজারভেটিভ পার্টিতে তাঁর দ্রুত উত্থান ঘটে৷ ২০২০ সালে বরিস জনসন মন্ত্রিসভার অর্থমন্ত্রীর দায়িত্ব পান তিনি৷ ব্রিটেনে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সেখানকার কর্মীদের আর্থিক অনুদান দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির এই নেতা৷ ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে শুধু ভারতীয় হিসেবে নয়, এশিয়ার মহাদেশের প্রথম কোনও প্রতিনিধি হিসেবে এই নজির গড়বেন ঋষি সুনক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগোলেন আরও এক ধাপ, ইতিহাস সৃষ্টির অপেক্ষায় ঋষি সুনক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement