Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগোলেন আরও এক ধাপ, ইতিহাস সৃষ্টির অপেক্ষায় ঋষি সুনক

Last Updated:

কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের লড়াইয়ে তৃতীয় রাউন্ডের শেষে ১১৫টি ভোট পেয়েছিলেন ঋষি সুনক৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগোলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগোলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক৷
#লন্ডন: বরিস জনসনের জায়গায় ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক৷ তিনি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন৷ প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার জন্য চলতে থাকা নির্বাচনী প্রক্রিয়ায় চতুর্থ রাউন্ডের শেষে ১১৮টি ভোট পেয়ে সবথেকে এগিয়ে রয়েছেন সুনকই৷
কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের লড়াইয়ে তৃতীয় রাউন্ডের শেষে ১১৫টি ভোট পেয়েছিলেন ঋষি সুনক৷ চতুর্থ রাউন্ডের ভোটদানের শেষে আরও কিছুটা এগিয়ে গিয়েছেন তিনি৷ সুনকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাণিজ্য মন্ত্রী পেনি মরডন্ট পেয়েছেন ৯২টি ভোট৷ বিদেশ সচিব লিজ ট্রাসের ঝুলিতে রয়েছে ৮৬টি ভোট৷
advertisement
advertisement
বুধবার চূড়ান্ত রাউন্ডের ভোটদান হবে৷ তার পর তিন প্রার্থীর মধ্যে কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ভোট প্রাপ্তির নিরিখে প্রথম দু' জনকে বেছে নেওয়া হবে৷ কনজারভেটিভ প্রার্থীর মোট সাংসদের এক তৃতীয়াংশের সমর্থনই প্রায় পেয়ে গিয়েছেন সুনক৷ ফলে প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত লড়াইয়ে যে তিনি থাকছেন, তা এক রকম নিশ্চিত৷
advertisement
একের পর এক দুর্নীতি এবং মন্ত্রিসভার একাধিক সদস্য ইস্তফা দেওয়ার জেরে গত ৭ জুলাই পদত্যাগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ তবে সুনক তাঁর চেয়ারে বসুন, তা একেবারেই চান না জনসন৷ ২০১৫ সালে প্রথমবার ব্রিটেনের সাংসদ নির্বাচিত হন সুনক৷ ইয়র্কশায়ারের রিচমন্ড এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন তিনি৷
এর পর কনজারভেটিভ পার্টিতে তাঁর দ্রুত উত্থান ঘটে৷ ২০২০ সালে বরিস জনসন মন্ত্রিসভার অর্থমন্ত্রীর দায়িত্ব পান তিনি৷ ব্রিটেনে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সেখানকার কর্মীদের আর্থিক অনুদান দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির এই নেতা৷ ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে শুধু ভারতীয় হিসেবে নয়, এশিয়ার মহাদেশের প্রথম কোনও প্রতিনিধি হিসেবে এই নজির গড়বেন ঋষি সুনক৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগোলেন আরও এক ধাপ, ইতিহাস সৃষ্টির অপেক্ষায় ঋষি সুনক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement