S Jaishankar on Sri Lanka crisis: শ্রীলঙ্কার মতো সঙ্কট কি ভারতেও আসছে, সর্বদলীয় বৈঠকে মুখ খুললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শ্রীলঙ্কা গত কয়েক দশকের মধ্যে সবথেকে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছে৷ দেশের বিদেশী মুদ্রার ভান্ডার তলানিতে এসে ঠেকেছে৷
#দিল্লি: প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে৷ জনরোষে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন দেশের রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রী৷ সবমিলিয়ে সম্পূর্ণ অর্থনৈতিক এবং রাজনৈতিক সঙ্কটে রীতিমতো বিপর্যস্ত দ্বীপ রাষ্ট্রটি৷
এই পরিস্থিতিতে রাহুল গান্ধি সহ দেশের বিরোধী শিবিরের অনেক নেতাই আশঙ্কা প্রকাশ করে অভিযোগ করছেন, অদূর ভবিষ্যতে ভারতেও এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল৷
এ দিন দিল্লিতে এক সর্বদলীয় বৈঠকে অবশ্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিরোধীদের এই আশঙ্কাকে অমূলক বলেই দাবি করলেন৷ যদিও শ্রীলঙ্কার পরিস্থিতি যে ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক, সেকথাও স্বীকার করে নিয়েছেন তিনি৷
advertisement
advertisement
সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী উপস্থিত ছিলেন৷ অন্যদিকে বিরোধীদের তরফে কংগ্রেস নেতা পি চিদম্বরম এবং মনিকাম টেগোর, তৃণমূলের সৌগত রায়, আম আদমি পার্টির সঞ্জয় সিং, ন্যাশনাল কনফারেন্সের শরদ পাওয়ার, এনসিপি নেতা শরদ পাওয়ার এবং ডিএমকে-র টি আর বালু এবং এম আবদুল্লাহরা উপস্থিত ছিলেন৷
advertisement
বিরোধীদের উদ্দেশে বিদেশমন্ত্রী বলেন, 'শ্রীলঙ্কায় যা ঘটছে তা অনেক দিক দিয়েই নজিরবিহীন৷ এটা অত্যন্ত গুরুতর একটি সঙ্কট৷ এই কারণেই আমরা এ বিষয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছি৷' এস জয়শঙ্কর আরও বলেন, 'যেহেতু আমাদের একেবারে প্রতিবেশী একটি দেশে এই পরিস্থিতি হয়েছে, স্বাভাবিক ভাবে তার পরিণতির জের আমাদের উপরে এসে পড়ারও আশঙ্কা থাকে৷'
advertisement
যদিও বিদেশমন্ত্রী দাবি করেছেন, কিছু ভুল তথ্য তুলে ধরে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের তুলনা টেনে একই ধরনের সঙ্কট এই দেশেও আসতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কোনও কোনও মহল থেকে৷ শ
advertisement
শ্রীলঙ্কা গত কয়েক দশকের মধ্যে সবথেকে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছে৷ দেশের বিদেশী মুদ্রার ভান্ডার তলানিতে এসে ঠেকেছে৷ ফলে খাবার, ওষুধ, জ্বালানির মতো অত্যাবশ্যকীয় জিনিসও আমদানি করা সম্ভব হচ্ছে না৷ এই অর্থনৈতিক সঙ্কট থেকেই শ্রীলঙ্কায় রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে৷ শেষ পর্যন্ত দেশের অস্থায়ী প্রেসিডেন্ট জরুির অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন৷
advertisement
এই অবস্থায় তামিলনাড়ুর দুই দল এআইডিএমকে এবং ডিএমকে সংসদের বাদল অধিবেশন চলাকালীন শ্রীলঙ্কার সঙ্কট নিয়ে সর্বদল বৈঠক ডাকার দাবি জানিয়েছিল সরকারের কাছে৷ পাশাপাশি, অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসার জন্য ভারত যাতে শ্রীলঙ্কাকে সাহায্য করে, সেই দাবিও তুলেছে দক্ষিণের এই দুই দল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 9:58 PM IST