Sri Lanka Crisis: লঙ্কাকাণ্ডে ছাই ৪০০০ বই, ১২৫ বছরের পিয়ানো! বিক্রমাসিংহের পোড়া বাড়ি যেন ধ্বংসস্তূপ!

Last Updated:

Sri Lanka PM Ranil Wickremesinghe's House Fire: “আমার ৪,০০০ টিরও বেশি বই নষ্ট হয়েছে, যার মধ্যে কয়েকটি শতাব্দী প্রাচীন,” বলেন বিক্রমাসিংহে।

Sri Lanka PM Ranil Wickremesinghe House
Sri Lanka PM Ranil Wickremesinghe House
#কলম্বো: ৯ জুলাই সরকার বিরোধী বিক্ষোভের জেরে আগুন লাগিয়ে দেওয়া হয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত বাসভবনের বেশিরভাগ জিনিসই আর উদ্ধার করার মতো অবস্থায় নেই। বিক্ষোভকারীদের একটি দল বাড়িতে আগুন ধরিয়ে দিলে তাঁর ১২৫ বছরের পুরনো পিয়ানো এবং ৪,০০০ এরও বেশি বই নষ্ট হয়েছে আগুনে পুড়ে, কিছু বই ছিল শতাব্দী প্রাচীন।
অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলিতে হামলা চালায়। কেমব্রিজ প্লেসে বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন তাঁরা।
advertisement
বিক্রমাসিংহে সিএনএনকে এক সাক্ষাত্কারে জানান, আগুনে ভস্মীভূত তাঁর বাসভবনের বেশিরভাগ বস্তুই আর উদ্ধারযোগ্য নয়। “আমার ৪,০০০ টিরও বেশি বই নষ্ট হয়েছে, যার মধ্যে কয়েকটি শতাব্দী প্রাচীন,” বলেন বিক্রমাসিংহে। ১২৫ বছরের পুরনো একটি পিয়ানোও আগুনে ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি।
advertisement
১০ জুলাই ট্যুইটারে ডেইলি মিরর সংবাদপত্র প্রকাশিত একটি ভিডিওতে বিক্রমাসিংহের পোড়া বাসভবন এবং গাড়ির ভয়াবহ দৃশ্য দেখানো হয়। বাড়ি জুড়ে নানা চিত্রশিল্প এবং অন্যান্য শিল্পকর্মও ছড়িয়ে ছিল।
বিক্রমাসিংহে জানান, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকারকে সম্মান করেন তিনি। তবে তিনি এও জানিয়েছেন, রাষ্ট্রপতির প্রাসাদ বা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের মতো আর একটিও সরকারি ভবন দখল করতে দেবেন না তিনি।
advertisement
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনী এবং পুলিশকে সংসদীয় কাজে বাধা সৃষ্টি করা থেকে জনগণকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি জানান, সাংসদ ও সংসদকে তাঁদের দায়িত্ব পালনে বাধা দেবেন না রনিল।
advertisement
“আমরা পুলিশ এবং সামরিক বাহিনীকে অস্ত্র ব্যবহার করা থেকে বিরত রাখার চেষ্টা করছি... জনগণ কিছু অনুষ্ঠানে আক্রমণ করেছে কিন্তু আমরা এখনও বলেছি অস্ত্র ব্যবহার না করার জন্যই যথাসাধ্য চেষ্টা করুন,” বলেন রনিল বিক্রমাসিংহে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sri Lanka Crisis: লঙ্কাকাণ্ডে ছাই ৪০০০ বই, ১২৫ বছরের পিয়ানো! বিক্রমাসিংহের পোড়া বাড়ি যেন ধ্বংসস্তূপ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement