PM Modi Meets Zelensky: হিরোশিমায় প্রধানমন্ত্রী মোদির বিশেষ বৈঠক, কারা ছিলেন সঙ্গে
- Published by:Swaksharsen Gupta
- news18 bangla
Last Updated:
PM Modi Meets Zelensky: হিরোশিমায় প্রধানমন্ত্রী মোদির বিশেষ বৈঠক, কারা ছিলেন সঙ্গে
হিরোশিমা : রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে জাপানের হিরোশিমায় বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে জি-৭ সম্মেলনে দেখা হল দুজনের। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠকে বসেছিলেন দুই রাষ্ট্রপ্রধান।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে খবরটি টুইট করে জানানো হয়েছে। আর সেই টুইটে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ ভারত ও ইউক্রেনের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে।
advertisement
শনিবার জি-৭ সম্মেলনের প্রথম দফাতেই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন-এর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয় প্রধানমন্ত্রীর। পাশাপাশি ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ আর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদি। এছাড়া দক্ষিন কোরিয়া, ইন্দোনেশিয়া আর ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন প্রধানমন্ত্রী। তবে জেলেনস্কির সঙ্গে মোদির ওই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
advertisement
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর মোদি-জেলেনস্কির মুখোমুখি সাক্ষাৎ না হলেও ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল। উল্লেখ্য, গত মাসে ইউক্রেনের বিদেশমন্ত্রী এমিল জাপারোভা ভারত সফরে এসেছিলেন। সেটিই ছিল ওই দেশের কোনও মন্ত্রীর যুদ্ধ-পরবর্তী প্রথম ভারত সফর। ওই সফরে এমিল ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে বৈঠকে বসেন।
advertisement
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর জাপানের সংবাদমাধ্যম ইউমিউরি শিমবুন-কে তাঁর প্রতিক্রিয়ায় মোদি জানিয়েছেন, ভারত বরাবর যে কোনও বিরোধ মেটানোর জন্য আলোচনা ও দৌত্যের নীতিতে বিশ্বাস করে। এক্ষেত্রেও যে কোনও আন্তর্জাতিক মঞ্চ এমনকি রাষ্ট্রসংঘেও ওই বিষয়ে আলোচনা শুরু করতে আগ্রহী নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরে মোদির ওই অবস্থান ঘোষণা নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 10:52 PM IST