Sialkot Blast: সাতসকালেই বীভৎস শব্দ! ভয়ঙ্কর বিস্ফোরণ পাকিস্তানের শিয়ালকোটের সামরিক ঘাঁটিতে
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Pakistan Blast: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan PM Imraan Khan) এখন সরকার বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত।
#শিয়ালকোট: রবিবারের সকালে ভয়ঙ্কর বিস্ফোরণ (Sialkot Blast) পাকিস্তানে! সূত্রের খবর, পাকিস্তানের উত্তরের শহর শিয়ালকোটে একটি ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। পঞ্জাব প্রদেশের ক্যান্টনমেন্ট (Punjab Province Cantonment) এলাকার কাছে বিস্ফোরণের বীভৎস শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। “পাকিস্তান - উত্তর পাকিস্তানের শিয়ালকোট (Sialkot Blast) সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গোলাবারুদ জমা ছিল ওই স্থানে। বিশাল আগুন জ্বলছে। বিস্ফরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি,” একটি ট্যুইটে জানিয়েছেন ডেইলি মিলাপের সম্পাদক ঋষি সুরি।
#Pakistan - Multiple explosions at the #Sialkot military base in northern Pakistan. Initial indications are this is an ammunition storage area. A large fire is burning. Cause as yet unverified. https://t.co/FGvCKDdobc
— Rishi Suri (@rishi_suri) March 20, 2022
advertisement
advertisement
বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই বিস্ফোরণের (Sialkot Blast) ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ কেউ দাবি করেছেন যে ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
শিয়ালকোট ক্যান্টনমেন্ট (Sialkot Cantonment), পাকিস্তানের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিগুলির মধ্যে একটি। মূল শহরের লাগোয়া এই ক্যান্টনমেট ১৮৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী এই ক্যান্টনমেন্টের পত্তন করে।
advertisement
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan PM Imraan Khan) এখন সরকার বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত। দেশের সংসদে দু’টি বিরোধী দলের অনাস্থা ভোট এবং তাঁর নিজের ক্ষমতাসীন জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দেওয়াতে এখন সরকারকে বাঁচানোর মরিয়া লড়াই করছেন ইমরান। তারই মধ্যে ঘটেছে এই বিস্ফোরণের (Sialkot Blast) ঘটনা।
advertisement
গত ৮ মার্চ, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (PML-N) এবং পাকিস্তান পিপলস পার্টির (PPP) ১০০ জন বিধায়ক ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটের কাছে একটি অনাস্থা প্রস্তাব দাখিল করেন। তাঁদের অভিযোগ, দেশটির অর্থনৈতিক সঙ্কট এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জন্য দায়ী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2022 1:00 PM IST