New York Mayor Zohran Mamdani: নিউ ইয়র্কে বামঘেঁষা জোহরানের জয়! ‘যখন একটা যুগ শেষ হয়,’ নেহরুর বিখ্যাত উক্তি তুলে সম্ভাষণ মীরা-পুত্রের

Last Updated:

৩৪ বছরের ভারতীয় বংশোদ্ভূত বামঘেঁষা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি নিউ ইয়র্কের ১১ তম মেয়র নির্বাচিত হলেন, এবং তিনিই এই শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র৷ যিনি ‘অজুহাত’ নয় ‘স্বচ্ছতা, সাহস এবং স্বপ্নে’র নতুন যুগের অবতারণা করবেন বলে দাবি করেছেন৷

News18
News18
নিউইয়র্ক: জোহরান মামদানি৷ বিখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে, নিউ ইয়র্কের ইতিহাসের সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র হিসাবে ছিনিয়ে নিয়েছেন ঐতিহাসিক জয়৷ জয়ের পরে সমর্থকদের বিজয়ধ্বনির মাঝে ডায়াসে দাঁড়িয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিখ্যাত ভাষণ ‘Tryst with Destiny’ এ থেকে উক্তি তুলে ধরলেন তিনি৷
সমর্থকদের জয়োচ্ছ্বাস, জয়ধ্বনির মাঝে দাঁড়িয়ে মামদানিকে বলতে শোনা গেল, ‘‘আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জওহরলাল নেহরুর বলা কথা মনে পড়ে যাচ্ছে৷ ‘ইতিহাসে এমন বিরল কিছু মুহূর্তে আসে, যখন আমরা পুরনো থেকে নতুনের পথে পা বাড়াই৷ যখন একটা যুগ শেষ হয় এবং যখন দীর্ঘদিন অবদমিত থাকা কোনও দেশের আত্মা তাঁর বলার ভাষা খুঁজে পায়৷’’
advertisement
advertisement
৩৪ বছরের ভারতীয় বংশোদ্ভূত বামঘেঁষা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি নিউ ইয়র্কের ১১১ তম মেয়র নির্বাচিত হলেন, এবং তিনিই এই শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র৷ যিনি ‘অজুহাত’ নয় ‘স্বচ্ছতা, সাহস এবং স্বপ্নে’র নতুন যুগের অবতারণা করবেন বলে দাবি করেছেন৷
advertisement
নিজের ৩০ মিনিটের বিজয় সম্ভাষণে জোহরান আবারও নিজের ফ্রি বাস, বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণ, বিনামূল্যে চাইল্ড কেয়ারের মতো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন৷
জোহরান মামদানি এদিন তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘‘এমন অন্ধকার সময়ে, নিউইয়র্কই হবে আলো৷’’ এরপর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে লক্ষ্য করে তিনি বলেন, যে শহর একসময় ‘তাঁকে জন্ম দিয়েছে’, সেই শহরই তাঁকে ‘পরাজিত করার পথ দেখাতে পারে’৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
New York Mayor Zohran Mamdani: নিউ ইয়র্কে বামঘেঁষা জোহরানের জয়! ‘যখন একটা যুগ শেষ হয়,’ নেহরুর বিখ্যাত উক্তি তুলে সম্ভাষণ মীরা-পুত্রের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement