New York Mayor Zohran Mamdani: ‘ট্রাম্পকে কীভাবে হারাতে হয়, শিখিয়ে দিল শহর,’ প্রেসিডেন্টকে নিয়ে ৪টে শব্দ খরচ, সপাট বার্তা মেয়র জোহরান মামদানির

Last Updated:
নিউইয়র্ককে ‘সিটি অফ ইমিগ্রান্টস’ বলে উল্লেখ করে মামদনি সে শহরের প্রতিটা খেটে খাওয়া মানুষকে শামিল করেন এই জয়ের উৎসবে৷ মনে করেন সেই ট্যাক্সি চালকের কথা, যাঁর পাশে বসে সিটি হলের বাইরে একসময় অনশন করেছিলেন তিনি৷ আগামী ১ জানুয়ারি থেকে নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নেবেন জোহরান মামদানি৷
1/6
নিউইয়র্ক: গায়ের রঙ বাদামি৷ জন্মসূত্রে ভারতীয়৷ ধর্মবিশ্বাসে মুসলিম৷ এমন ‘কম্বিনেশন’ যে ট্রাম্পের খুব একটা পছন্দের হবে না তা বর্তমানে অল্পবিস্তর সকলেরই জানা৷ সেই কারণে, নিউ ইয়র্ক, একটা শহরের নির্বাচনের মেয়র পদপ্রার্থী হওয়া সত্ত্বেও বারবার ট্রাম্পের বক্রোক্তির শিকার হতে হয়েছে জোহরান মামদানিকে৷ মামদানিও তার জবাব দিয়েছিলেন নিজস্ব ঢঙে৷ তবে, নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়লাভের পরে মাত্র চারটে শব্দ খরচ করে তিনি শুরু করলেন আমেরিকার প্রেসিডেন্টের প্রতি তাঁর বার্তা৷ ভিক্ট্রি স্পিচে সরাসরি ট্রাম্পের নাম নিয়েই সপাট বললেন, ‘‘একটা শহর রাস্তা দেখিয়ে দিল, ট্রাম্পকে কীভাবে হারাতে হয়৷’’
নিউইয়র্ক: গায়ের রঙ বাদামি৷ জন্মসূত্রে ভারতীয়৷ ধর্মবিশ্বাসে মুসলিম৷ এমন ‘কম্বিনেশন’ যে ট্রাম্পের খুব একটা পছন্দের হবে না তা বর্তমানে অল্পবিস্তর সকলেরই জানা৷ সেই কারণে, নিউ ইয়র্ক, একটা শহরের নির্বাচনের মেয়র পদপ্রার্থী হওয়া সত্ত্বেও বারবার ট্রাম্পের বক্রোক্তির শিকার হতে হয়েছে জোহরান মামদানিকে৷ মামদানিও তার জবাব দিয়েছিলেন নিজস্ব ঢঙে৷ তবে, নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়লাভের পরে মাত্র চারটে শব্দ খরচ করে তিনি শুরু করলেন আমেরিকার প্রেসিডেন্টের প্রতি তাঁর বার্তা৷ ভিক্ট্রি স্পিচে সরাসরি ট্রাম্পের নাম নিয়েই সপাট বললেন, ‘‘একটা শহর রাস্তা দেখিয়ে দিল, ট্রাম্পকে কীভাবে হারাতে হয়৷’’
advertisement
2/6
নিউইয়র্ক সিটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র৷ রাজনৈতিক বিশ্বাসে ডেমোক্র্যাট সোশ্যালিস্ট জোহরান মামদানির জয় আমেরিকার মাটিতে ইতিহাস রচনা করেছে৷ এদিন জয় পরে প্রথমবার নিজের সমর্থকদের সামনে ভাষণ দিতে গিয়ে মীরা নায়ারের পুত্র বলেন, ‘‘নিউইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ৷ আমরা তোমাদের হয়ে লড়াই করব৷ ভবিষ্যৎ আমাদেরই হাতে৷ বন্ধুরা, আমরা একটা রাজনৈতিক রাজত্বকে উপড়ে ফেললাম৷’’
নিউইয়র্ক সিটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র৷ রাজনৈতিক বিশ্বাসে ডেমোক্র্যাট সোশ্যালিস্ট জোহরান মামদানির জয় আমেরিকার মাটিতে ইতিহাস রচনা করেছে৷ এদিন জয় পরে প্রথমবার নিজের সমর্থকদের সামনে ভাষণ দিতে গিয়ে মীরা নায়ারের পুত্র বলেন, ‘‘নিউইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ৷ আমরা তোমাদের হয়ে লড়াই করব৷ ভবিষ্যৎ আমাদেরই হাতে৷ বন্ধুরা, আমরা একটা রাজনৈতিক রাজত্বকে উপড়ে ফেললাম৷’’
advertisement
3/6
৩০ মিনিট দীর্ঘ এই বিজয় সম্ভাষণে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বার্তা শুরুই করেন মাত্র ৪টি শব্দ খরচ করে৷ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে তিনি বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন৷ আপনার জন্য আমার কাছে ৪টে শব্দ আছে৷ ভলিউমটা জোরে করে দিন৷’’
৩০ মিনিট দীর্ঘ এই বিজয় সম্ভাষণে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বার্তা শুরুই করেন মাত্র ৪টি শব্দ খরচ করে৷ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে তিনি বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন৷ আপনার জন্য আমার কাছে ৪টে শব্দ আছে৷ ভলিউমটা জোরে করে দিন৷’’
advertisement
4/6
তিনি বলেন, ‘‘আমাদের একজনকেও টার্গেট করতে হলে, আপনাকে আমাদের সকলকে পেরিয়ে যেতে হবে৷ যদি ট্রাম্পের দ্বারা প্রতারিত এই দেশ জানতে চায়, ট্রাম্পকে কী ভাবে হারাতে হয়, এই শহর তাদের শিখিয়ে দেবে৷’’ মামদানির স্পিচের পরেই নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ‘...এবং শুরু হল৷’
তিনি বলেন, ‘‘আমাদের একজনকেও টার্গেট করতে হলে, আপনাকে আমাদের সকলকে পেরিয়ে যেতে হবে৷ যদি ট্রাম্পের দ্বারা প্রতারিত এই দেশ জানতে চায়, ট্রাম্পকে কী ভাবে হারাতে হয়, এই শহর তাদের শিখিয়ে দেবে৷’’ মামদানির স্পিচের পরেই নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ‘...এবং শুরু হল৷’
advertisement
5/6
এদিনের বিজয় পরবর্তী সম্ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিখ্যাত ‘টাইরিস্ট উইথ ডেসটিনি’ বক্তৃতা থেকেও উক্তি তুলে ধরেছেন মামদানি৷ বলেছেন, ‘‘ইতিহাসে কখনও কখনও এমন বিরল মুহূর্ত আসে যখন আমাদের পুরনো থেকে বেরিয়ে নতুনের দিকে পা বাড়াতে হয়৷ পুরনো যুগ শেষ হয় এবং যখন দীর্ঘদিন ধরে দমিয়ে রাখা দেশের আত্মা নিজের কথা খুঁজে পায়৷’’
এদিনের বিজয় পরবর্তী সম্ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিখ্যাত ‘টাইরিস্ট উইথ ডেসটিনি’ বক্তৃতা থেকেও উক্তি তুলে ধরেছেন মামদানি৷ বলেছেন, ‘‘ইতিহাসে কখনও কখনও এমন বিরল মুহূর্ত আসে যখন আমাদের পুরনো থেকে বেরিয়ে নতুনের দিকে পা বাড়াতে হয়৷ পুরনো যুগ শেষ হয় এবং যখন দীর্ঘদিন ধরে দমিয়ে রাখা দেশের আত্মা নিজের কথা খুঁজে পায়৷’’
advertisement
6/6
নিউইয়র্ককে ‘সিটি অফ ইমিগ্রান্টস’ বলে উল্লেখ করে মামদনি সে শহরের প্রতিটা খেটে খাওয়া মানুষকে শামিল করেন এই জয়ের উৎসবে৷ মনে করেন সেই ট্যাক্সি চালকের কথা, যাঁর পাশে বসে সিটি হলের বাইরে একসময় অনশন করেছিলেন তিনি৷ আগামী ১ জানুয়ারি থেকে নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নেবেন জোহরান মামদানি৷ জোহরানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা৷
নিউইয়র্ককে ‘সিটি অফ ইমিগ্রান্টস’ বলে উল্লেখ করে মামদনি সে শহরের প্রতিটা খেটে খাওয়া মানুষকে শামিল করেন এই জয়ের উৎসবে৷ মনে করেন সেই ট্যাক্সি চালকের কথা, যাঁর পাশে বসে সিটি হলের বাইরে একসময় অনশন করেছিলেন তিনি৷ আগামী ১ জানুয়ারি থেকে নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নেবেন জোহরান মামদানি৷ জোহরানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা৷নিউইয়র্ককে ‘সিটি অফ ইমিগ্রান্টস’ বলে উল্লেখ করে মামদনি সে শহরের প্রতিটা খেটে খাওয়া মানুষকে শামিল করেন এই জয়ের উৎসবে৷ মনে করেন সেই ট্যাক্সি চালকের কথা, যাঁর পাশে বসে সিটি হলের বাইরে একসময় অনশন করেছিলেন তিনি৷ আগামী ১ জানুয়ারি থেকে নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নেবেন জোহরান মামদানি৷ জোহরানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা৷
advertisement
advertisement
advertisement