India-Nepal Relationship: ফের ভারত-নেপাল টানাপড়েন, নেপালের ১০০ টাকার নোটে ভারতের তিন জায়গাকে নিজেদের অংশ হিসাবে দেখানোর অভিযোগ

Last Updated:

India-Nepal Relationship: ফের ভারত নেপাল সম্পর্ক নিয়ে টানাপড়েন। নতুন ১০০ টাকার নোট বাজারে আনতে চলেছে নেপাল সরকার।

নেপালের নতুন ১০০ টাকার নোট।
নেপালের নতুন ১০০ টাকার নোট।
ফের ভারত নেপাল সম্পর্ক নিয়ে টানাপড়েন। নতুন ১০০ টাকার নোট বাজারে আনতে চলেছে নেপাল সরকার। সেই ১০০ টাকার নোটে ভারতের তিন এলাকাকে দেখানো হয়েছে নেপালের জায়গা হিসাবে। এই তিন জায়গা হল লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি। এই বিতর্কিত সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে তখন সেখানে উপস্থিত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল।
নেপালের তথ্য, প্রযুক্তি এবং জনসংযোগ মন্ত্রী জানান, নেপালের মন্ত্রী সভা ২৫ এপ্রিল এবং ২ মে বৈঠকে ঠিক করেছে নতুন ধরনের ১০০ টাকার নোট বাজারে আনা হবে, যেখানে নেপালের মানচিত্রে কিছু আপডেট করা হবে।
advertisement
advertisement
নেপালের সঙ্গে ভারতের প্রায় ১৮৫০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে সীমান্ত ভাগ করে নেপাল। ২০২০ সালে নেপাল লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নিজেদের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করে, তার পরে দুই দেশের সম্পর্ক নিয়ে চাপানউতর শুরু হয়। তার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ১০০ টাকার নোটে নতুন মানচিত্র নিয়ে শুরু হতে পারে দু’দেশের সম্পর্ক নিয়ে টানাপড়েন। এই বিষয় নিয়ে শনিবার ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান, নেপালের একতরফা পদক্ষেপ বাস্তবকে বদলাতে পারবে না। আমাদের এই বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India-Nepal Relationship: ফের ভারত-নেপাল টানাপড়েন, নেপালের ১০০ টাকার নোটে ভারতের তিন জায়গাকে নিজেদের অংশ হিসাবে দেখানোর অভিযোগ
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement