ICC T20 world cup 2024: বিশ্বকাপের দলে অধিনায়ক-সহ তিন রঞ্জি খেলা ‘ভারতীয়’, দু’জন খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে, কাদের হয়ে খেলবেন?

Last Updated:

ICC t20 world cup 2024: বিশ্বকাপের দল ঘোষণা করছে একের পর এক দেশ। ভারতের পরেই দল ঘোষণা করেছে, আরও এক দেশ, যেই দলের অধিনায়ক নিজেই ‘ভারতীয়’। শুধু তাই নয়, অধিনায়ক ছাড়া আরও তিন খেলোয়ার ‘ভারতীয়’।

বিশ্বকাপের দল ঘোষণা করছে একের পর এক দেশ। ভারতের পরেই দল ঘোষণা করেছে, আরও এক দেশ, যেই দলের অধিনায়ক নিজেই ‘ভারতীয়’। শুধু তাই নয়, অধিনায়ক ছাড়া আরও তিন খেলোয়ার ‘ভারতীয়’। তিন জনের অভিজ্ঞতা রয়েছে রঞ্জি খেলার। ভারতের বিপক্ষে নিজের দেশকে জেতাতে খেলতে নামবেন সেই তিন ক্রিকেটার, নামবেন আমেরিকার হয়ে।
আরও পড়ুন: একাদশে পছন্দের বিষয় নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের কিসে কত পেতে হবে? তালিকা প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
টি২০ বিশ্বকাপের জন্য আমেরিকার দলে রয়েছেন এমন চার জন ক্রিকেটার, যারা ক্রীড়া জীবনের শুরুতে খেলেছেন ভারতেই, অর্থাৎ তাঁরা ভারতীয় বংশোদ্ভূত। শুধু তাই নয় একদা অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাঁদের মধ্যে ২ জন।
advertisement
চার খেলোয়াড়ের মধ্যে রয়েছেন মিলিন্দ কুমার, হরমীত সিং, সৌরভ নেত্রভালকর এবং মোনাঙ্ক প্যাটেল। এর মধ্যে হরমীত সিং ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামেন, সঙ্গী ছিলেন লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়ালেরা। সৌরভ নেত্রভালকরও ভারতের অনূর্ধ্ব-১৯ দলে প্রতিনিধিত্ব করেছেন। পরে আমেরিকার হয়ে খেলেন, আমেরিকার হয়ে ২০১৯ সাল থেকে ৪৮টি এক দিনের ম্যাচ এবং ২৪টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন।
advertisement
advertisement
এ ছাড়াও মিলিন্দ কুমার এক সময় ছিলেন দিল্লির ক্রিকেটার। মিলিন্দ দিল্লির হয়ে রঞ্জি, বিজয় হাজারে, মুস্তাক আলিতেও খেলেছেন। শুধু তাই নয়, দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলও খেলেছেন তিনি। অন্য দিকে, মোনাঙ্ক প্যাটেল গুজরাতের হয়ে অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ স্তরের ক্রিকেট খেলেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 world cup 2024: বিশ্বকাপের দলে অধিনায়ক-সহ তিন রঞ্জি খেলা ‘ভারতীয়’, দু’জন খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে, কাদের হয়ে খেলবেন?
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement