Madhyamik 2024: একাদশে পছন্দের বিষয় নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের কিসে কত পেতে হবে? তালিকা প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Madhyamik 2024: সংসদ তরফে জানানো হয়েছে, বিজ্ঞান শাখার অঙ্ক এবং স্ট্যাটিস্টিকস নিয়ে পড়তে গেলে বিচার্য হবে অঙ্কের নম্বর, অঙ্কে পেতে হবে ৩৫ শতাংশ নম্বর।
কলকাতা: চলতি মাসের ২ তারিখেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল৷ এবারের মাধ্য়মিক পরীক্ষায় বসেছিল ৯ লাখ ১০ হাজার ৫৯৮ জন। এর মধ্যে ৭ লাখ ৬৫ হাজার ২৫২ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ৮৬.৩১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে বলে ঘোষণা করেছে বোর্ড। এবার কোন বিষয়ে কত নম্বর পেলে একাদশ শ্রেণির কোন শাখায় ভর্তি হওয়া যাবে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
সংসদ তরফে জানানো হয়েছে, বিজ্ঞান শাখার অঙ্ক এবং স্ট্যাটিস্টিকস নিয়ে পড়তে গেলে বিচার্য হবে অঙ্কের নম্বর, অঙ্কে পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। বিজ্ঞান শাখা ছাড়াও বাণিজ্য শাখার কোনও বিষয় নিয়ে পড়তে গেলেও মাধ্যমিকের কোন বিষয়ে কত নম্বর পেতে হবে তা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রীরা ঐচ্ছিক বিষয় হিসাবে রাখতে পারে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিক্যুরিটি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এই বিষয়গুলি নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়তে গেলে অঙ্কে পেতে হবে কমপক্ষে ৩৫ শতাংশ নম্বর।
advertisement
advertisement
অন্য দিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং ভূগোল নিয়ে পড়তে গেলেও কত নম্বর পেতে হবে জানিয়েছে পর্ষদ। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে পড়তে গেলে মাধ্যমিকে ছাত্রছাত্রীদের পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। আর যারা ভূগোল নিয়ে একাদশে ভর্তি হতে চায় তাদের ক্ষেত্রে বিচার্য হবে মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বর।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 4:11 PM IST