Nepal Airplane Crash Update: নেপালের গ্রামে খোঁজ মিলল ভেঙে পড়া বিমানের, ৪ ভারতীয়-সহ ছিলেন ২২ আরোহী
- Published by:Raima Chakraborty
Last Updated:
কী ভাবে এমন দুর্ঘটনা হল, তা-ও তদন্ত সাপেক্ষ। (Nepal Airplane Crash Update)
#কাঠমান্ডু: নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর অবশেষে খোঁজ মিলল নেপালের যাত্রীবাহী বিমানের। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, নেপালের মুস্তাংয়ের কোবান গ্রামে মিলেছে বিমানের ধ্বংসাবশেষ। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান জানিয়েছেন, বিমানের কী পরিস্থিতি তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। কী ভাবে এমন দুর্ঘটনা হল, তা-ও তদন্ত সাপেক্ষ। (Nepal Airplane Crash Update)
নেপালের স্থানীয়রা সেনাকে জানিয়েছে, তারা এয়ারের ওই যাত্রীবাহী বিমানটি লামচা নদীর মুখে মনোপাথি হিমালের কাছে ভেঙে পড়ে। নেপালের সেনা সেখানে রওনা হয়েছে। উদ্ধারকাজ শুরু হবে। এমনই তথ্য জানা গিয়েছে সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল। জানা গিয়েছে, ওই বিমানে ২২ জন যাত্রী ছিলেন। যার মধ্যে চার জন ভারতীয়।
advertisement
advertisement
According to the information given by the locals to the Nepal Army, the Tara Air plane crashed at the mouth of the Lamche river under the landslide of Manapathi Himal. Nepal Army is moving towards the site from the ground and air route: Army spokesperson Narayan Silwal
— ANI (@ANI) May 29, 2022
advertisement
#UPDATE | Aircraft found at Kowang of Mustang. The status of the aircraft is yet to be ascertained: Tribhuvan International Airport chief
— ANI (@ANI) May 29, 2022
Missing Nepal aircraft carrying 22 passengers including 4 Indians found in Mustang Read @ANI Story | https://t.co/HIz4ZFrT6P#Nepal #Aircraft #nepalplanemissing #Mustang pic.twitter.com/uS7UNDaqyd
— ANI Digital (@ani_digital) May 29, 2022
advertisement
আরও পড়ুন: সিকিমে পাহাড়ি বাঁকে খাদে গাড়ি! মর্মান্তিক মৃত্যু ৫ পর্যটক ও চালকের
এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি আকাশে ওড়ে। তারপরই মাঝ আকাশে আচমকাই বিমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে তিনজন জাপানি নাগরিকও রয়েছেন। বাকিরা সকলেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পোখরা থেকে জমসন যাচ্ছিল বিমানটি। সেই সময়ই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় জেলার উচ্চপদস্থ আধিকারিক নেত্রাপ্রসাদ শর্মা জানিয়েছেন, মুসতাং জেলায় জমসনগামী ওই বিমানটিকে উড়তে দেখা গিয়েছে। তবে এরপরই বিমানটি মাউন্ট ধৌলাগিরির অভিমুখে ঘুরে যায়। এরপর থেকেই নিখোঁজ বিমানটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2022 5:05 PM IST