Nepal Airplane Crash Update: নেপালের গ্রামে খোঁজ মিলল ভেঙে পড়া বিমানের, ৪ ভারতীয়-সহ ছিলেন ২২ আরোহী

Last Updated:

কী ভাবে এমন দুর্ঘটনা হল, তা-ও তদন্ত সাপেক্ষ। (Nepal Airplane Crash Update)

Nepal Airplane Crash Update
Nepal Airplane Crash Update
#কাঠমান্ডু: নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর অবশেষে খোঁজ মিলল নেপালের যাত্রীবাহী বিমানের। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, নেপালের মুস্তাংয়ের কোবান গ্রামে মিলেছে বিমানের ধ্বংসাবশেষ। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান জানিয়েছেন, বিমানের কী পরিস্থিতি তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। কী ভাবে এমন দুর্ঘটনা হল, তা-ও তদন্ত সাপেক্ষ। (Nepal Airplane Crash Update)
নেপালের স্থানীয়রা সেনাকে জানিয়েছে, তারা এয়ারের ওই যাত্রীবাহী বিমানটি লামচা নদীর মুখে মনোপাথি হিমালের কাছে ভেঙে পড়ে। নেপালের সেনা সেখানে রওনা হয়েছে। উদ্ধারকাজ শুরু হবে। এমনই তথ্য জানা গিয়েছে সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল। জানা গিয়েছে, ওই বিমানে ২২ জন যাত্রী ছিলেন। যার মধ্যে চার জন ভারতীয়।
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: সিকিমে পাহাড়ি বাঁকে খাদে গাড়ি! মর্মান্তিক মৃত্যু ৫ পর্যটক ও চালকের
এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি আকাশে ওড়ে। তারপরই মাঝ আকাশে আচমকাই বিমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে তিনজন জাপানি নাগরিকও রয়েছেন। বাকিরা সকলেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পোখরা থেকে জমসন যাচ্ছিল বিমানটি। সেই সময়ই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় জেলার উচ্চপদস্থ আধিকারিক নেত্রাপ্রসাদ শর্মা জানিয়েছেন, মুসতাং জেলায় জমসনগামী ওই বিমানটিকে উড়তে দেখা গিয়েছে। তবে এরপরই বিমানটি মাউন্ট ধৌলাগিরির অভিমুখে ঘুরে যায়। এরপর থেকেই নিখোঁজ বিমানটি।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Airplane Crash Update: নেপালের গ্রামে খোঁজ মিলল ভেঙে পড়া বিমানের, ৪ ভারতীয়-সহ ছিলেন ২২ আরোহী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement