NASA Asteroid: সর্বনাশ! পৃথিবীর দিকে তীব্র বেগে ধেয়ে আসছে বিরাট আকারের গ্রহাণু, জানুন বিস্তারিত
- Published by:Suvam Mukherjee
Last Updated:
NASA Asteroid: নাসা নিশ্চিত নয় যে গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের সঙ্গে সংঘর্ষ করবে কি না তা নিয়ে।
ওয়াশিংটন: পৃথিবীর কক্ষপথের দিকে ধেয়ে আসছে বিরাট আকারের একটি গ্রহাণু। এমনই সতর্কবার্তা জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা।তবে এতে পৃথিবীর কতটা ক্ষতি হবে, সেই সম্পর্কে তেমন কিছু বলা হয়নি।
ডেইলি স্টার নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই বিরাট আকারের গ্রহাণু দ্রুত বেগে এগিয়ে আসছে। বিরাট আকারের এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে, 199145 (2005 YY128)। এই গ্রহাণুটি প্রায় ১ কিলোমিটার চওড়া। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথে আঘাত হানতে পারে।
পৃথিবীর খুব কাছ থেকে এই গ্রহাণুটি চলে যেতে পারে। এই গ্রহাণুটি ১৮৭০ থেকে ৪২৬৫ ফুট পর্যন্ত চওড়া বলা হচ্ছে। NASA জানিয়েছে ১৬ ফেব্রুয়ারির মধ্যে, এই গ্রহাণুটি পৃথিবীর ৪.৫ মিলিয়ন কিলোমিটারের কাছাকাছি চলে আসবে। তবে নাসা নিশ্চিত নয় যে গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের সঙ্গে সংঘর্ষ করবে কি না তা নিয়ে।
advertisement
advertisement
তবে নাসা সেই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে যে আপাতত আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। কারণ এই পাথরের থেকে বড় কোনও ক্ষতির সম্ভাবনা এখনই তৈরি হয়নি। আপাতত যা আভাস পাওয়া যাচ্ছে, তাতে স্পষ্ট যে এটি পৃথিবীর অনেক দূর থেকে চলে যাবে।
advertisement
সম্প্রতি পৃথিবীর খুব কাছ থেকে আরেকটি গ্রহাণু চলে গেছে। প্রতিবেদন অনুসারে, 2023 BU 21 নামে ওই গ্রহাণুটি জানুয়ারি মাসে প্রথমবার শনাক্ত করা হয়েছিল। গত ২৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টা নাগাদ পৃথিবীর খুব কাছ থেকে চলে যায়। এই গ্রহাণুটি পৃথিবী থেকে ৩৫০০ কিলোমিটার দূর থেকে চলে যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 10:07 AM IST