নিউ ইয়র্ক: ১-২টো বছর নয়। ৫০ হাজার বছর পরে দেখা যেতে চলেছে এই দৃশ্য। বিজ্ঞানীদের দাবি, C/2022 E3 নামের একটি ধূমকেতু শেষবার হিমযুগে দেখা দিয়েছিল। এবার ৩০ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারির মধ্যে ফের একবার দেখা যেতে চলেছে।
মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা এই ধূমকেতুটি গত বছরের মার্চ মাসে জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটিতে ওয়াইড-ফিল্ড সার্ভে ক্যামেরার মাধ্যমে দেখেছিলেন। এর নাম দেওয়া হয়েছে সি/২০২২ ই৩(ZTF)। সেই সময় এটি বৃহস্পতির কক্ষপথে ছিল এবং তারপর থেকে এর উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে।
নাসার মতে, সি/২০২২ ই৩(ZTF) বর্তমানে অভ্যন্তরীণ সৌরজগতের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী সপ্তাহে পৃথিবীর খুব কাছে আসতে পারে। এই ধূমকেতুটি ১২ জানুয়ারি সূর্যের সবচেয়ে কাছে যাবে এবং তারপরে এটি ২রা ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি চলে যাবে।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে কোনও বিপদের সম্ভাবনা নেই। কারণ এটি এই গ্রহ থেকে ২৬৪ লাখ মাইল অর্থাৎ ৪২৫ লাখ কিলোমিটার দূরে থাকবে। এমন ধূমকেতু ৫০ হাজার বছরে একবার দেখা যায়।S pace.com এর মতে, এই ধূমকেতুর কক্ষপথের সময়কাল পরিমাপ করা হয়েছিল। এর মানে হল যে ৫০ হাজার বছরে একবার করে এই ধূমকেতু পৃথিবীর খুব কাছে আসে। পরেরবার এটি পৃথিবীর কাছাকাছি আসবে ৫০ হাজার বছর পরে।
আরও পড়ুন, রাজ্যে ফের অমিত শাহ! পঞ্চায়েত ভোটের আগে জোড়া সভার ইঙ্গিত কোথায় কোথায়?
আরও পড়ুন, রাজ্যপালের 'হাতেখড়ি' অনুষ্ঠান 'বয়কট' শুভেন্দুর! সোশ্যাল মিডিয়ায় লিখলেন কারণ...
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি যখন পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে তখন রাতের আকাশে এটি খালি চোখে দৃশ্যমান হবে বলে মনে করা হচ্ছে। উত্তর গোলার্ধে সকালের আকাশে এটি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। NASA-র মতে, এটি ১২ জানুয়ারি সূর্যের সবচেয়ে কাছে ছিল। এরপর প্রায় বাকি সময়ে টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: NASA