Asteroids: সর্বনাশ! তীব্র গতিতে ধেয়ে আসছে বিরাট সাইজের গ্রহাণু, কতটা বিপদের সম্ভাবনা
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Asteroids: নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে, ২৯০ ফুট বড় এই গ্রহাণুর নাম তীব্র গতিতে এগিয়ে আসছে
নিউ ইয়র্ক: মহাকাশে ২৯০ ফুটের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে খুব দ্রুত এগিয়ে চলেছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এ বিষয়ে সতর্ক করেছে। তবে নাসা এও জানিয়েছে, যে এই উল্কাপিণ্ড থেকে পৃথিবীর ক্ষেত্রে আপাতত কোনও বিপদ নেই।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (JPL) জানিয়েছে, ২৯০ ফুট বড় এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২২ YH3। এই গ্রহাণুটি ৫৮,৫৭২ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ১৬.২৬ কিলোমিটার প্রতি সেকেন্ডে খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে চলেছে। তবে নাসা জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এই YH3 গ্রহাণুটি পৃথিবী থেকে ৭২ লক্ষ কিলোমিটার দূরত্বে অতিক্রম করবে।
advertisement
advertisement
গ্রহাণু ২০২২ YH3 ছাড়াও, নাসার জেপিএল সংস্থা ২০১৪ LJ নামে আরেকটি গ্রহাণু সম্পর্কে জানিয়েছে। ২০১৪ LJ নামে এই গ্রহাণুটির আকার একটি বাসের মতো। ঘণ্টায় ১২ হাজার ৫২৮ কিলোমিটার বেগে চলা এই গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় ১৮ লাখ ২০ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।
এই গ্রহাণুগুলির থেকে পৃথিবীতে ক্ষয়ক্ষতির কোনও সম্ভাবনা না থাকলেও, গত বছর একটি গ্রহাণু আছড়ে পড়েছিল পৃথিবীতে। ২০২২ সালের মার্চ মাসে নাসা জানিয়েছিল, পৃথিবীর খুব কাছ দিয়েই যাবে মোট চারটি গ্রহাণু । তবে এর মধ্যে তিনটি গ্রহাণু পৃথিবীর পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও একটি গ্রহাণু আছড়ে পড়ে পৃথিবীর বুকে। ২০২২ সালের ১১ মার্চ এই গ্রহাণু আছড়ে পড়েছে গ্রিনল্যান্ডের পরিত্যক্ত অঞ্চলে।
advertisement
এর প্রভাবে মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগে অবশ্য শোনা গিয়েছিল, পৃথিবী থেকে মাত্র ২৮৯০ কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু। কিন্তু মাধ্যাকর্ষণের টানে নিজের গতিপথ পরিবর্তন করে গ্রহাণুটি। আর তা সরাসরি পৃথিবীর বুকে এসে পড়ে। তবে গ্রিনল্যান্ডে এই গ্রহাণু আছড়ে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 8:20 PM IST