ইউক্রেন উত্তেজনার মধ্যেই রাশিয়া চললেন ইমরান, সফরের সময় ঘিরে প্রশ্ন পাকিস্তানেই

Last Updated:

এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান৷ ১৯৯৯ সালের পর এই প্রথম কোনও পাকিস্তানি প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যাচ্ছেন ()৷

রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান৷
রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান৷
#ইসলামাবাদ: ইউক্রেনে সেনা প্রবেশের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Ukraine Crisis)৷ রাশিয়ার এই পদক্ষেপে চরম ক্ষুব্ধ আমেরিকা সহ ইউরোপের অধিকাংশ দেশ৷ রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন৷ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগামিকাল, বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan Russia Trip)৷
এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান৷ ১৯৯৯ সালের পর এই প্রথম কোনও পাকিস্তানি প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যাচ্ছেন (Imran Khan Russia Trip)৷ দু' দিন রাশিয়াতে থাকার কথা ইমরানের৷ পুতিনের সঙ্গেও সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তাঁর৷ কিন্তু যে সময়ে ইমরান রাশিয়ায় পা রাখছেন, তা নিয়েই প্রশ্ন উঠছে৷ পাকিস্তানের উপরে চটতে পারে আমেরিকাও৷
advertisement
এই বছরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাকিস্তান সফরে আসার কথা৷ সেই সফরসূচি চূড়ান্ত করা নিয়েও মস্কো এবং ইসলামাবাদের মধ্যে আলোচনা চলছে৷
advertisement
ইমরানের এই সফরের সময় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন পাকিস্তানের ভূরাজনৈতিক বিষয়ক বিশেষজ্ঞ জান আচকজাই৷ বিশ্লেষক এবং বালোচিস্তানের রাজনীতিবিদ আচকজাইয়ের দাবি, ইমরানের এই সফরের সময় একেবারেই সঠিক নয়৷ তার উপর, ইমরানকে রাশিয়ার তরফে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি করেছেন পাকিস্তানের ওই বিশেষজ্ঞ৷ তাঁর বরং দাবি, ইমরানের রাশিয়া সফরের জন্য ইসলামাবাদের তরফে মস্কোর থেকে কার্যত আমন্ত্রণ চেয়ে নেওয়া হয়েছে৷
advertisement
পাকিস্তানি সংবাদপত্র 'দ্য নিউজ ইন্টারন্যাশনাল'-এ জান আচকজাই লিখেছেন, 'এমন পরিবেশে এই সফর হচ্ছে যখন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সমর্থনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷'
advertisement
আচকজাই আরও লিখেছেন, ইসলামাবাদ যতই মস্কোর সঙ্গে সম্পর্ক স্থাপনে উদগ্রীব হোক না কেন, রাশিয়া পাকিস্তানের কোনও সমর্থনই চায়নি৷ আবার আমেরিকাও পাক প্রধানমন্ত্রী রাশিয়া সফর নিয়ে আপত্তি জানায়নি৷ আচকজাইয়ের প্রশ্ন,'আমেরিকার এই অবস্থান কি পাকিস্তানের গুরুত্বহীনতারই প্রমাণ নাকি তারা জানে যে পাকিস্তানকে রাশিয়া থেকে শূন্য হাতে ফিরে আর্থিক অনুদানের জন্য হয় সেই ওয়াশিংটন নয়তো আইএমএফ, এফএটিএফ এর মতো সংগঠনের দ্বারস্থ হতে হবে! যাতে পাকিস্তান অবস্থা আরও দুর্বল হবে৷'
advertisement
আচকজাইয়ের মতে, ভারতের সমর্থন হারিয়ে রাশিয়া পাকিস্তানকে সমর্থন করতে যাবে না৷ এর কারণ ব্যাখ্যা করে ওই পাকিস্তানি বিশেষজ্ঞ লিখেছেন, 'পাকিস্তানের সমর্থনের বিনিময়ে ঘন ঘন আর্থিক অনুদান আর ঋণ দিতে হবে৷ '
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইউক্রেন উত্তেজনার মধ্যেই রাশিয়া চললেন ইমরান, সফরের সময় ঘিরে প্রশ্ন পাকিস্তানেই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement