Air India Flights to Kyiv: ইউক্রেন এখন আর নিরাপদ নয়, ভারতীয়দের দেশে ফেরাতে কিভ গেল এয়ার ইন্ডিয়ার বিমান
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Air India flight leaves Delhi for Kyiv: মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান ৷
কিভ: ইউক্রেনের উপর রাশিয়ার হামলা এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল ৷ ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অধিকৃত এলাকা দনেৎস্ক এবং লুহানস্ককে স্বীকৃতি দিতে চলেছে রাশিয়া ৷ যেখানে এখনও ইউক্রেনের সেনাদেরই নিয়ন্ত্রণ রয়েছে ৷ কিন্তু আগ বাড়িয়ে পুতিনের এই ঘোষণা এক কথায় যুদ্ধেরই উসকানি দেওয়া ৷ সেনা নিয়ে ইউক্রেনে ঢোকার পথ ক্রমেই আরও প্রশস্ত করল রাশিয়া ৷ এই অস্থির সময়ে ইউক্রেনে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজও শুরু করে দিয়েছে এয়ার ইন্ডিয়া ৷ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান (Air India Flights to Kyiv) ৷
২৫৬ আসন বিশিষ্ট ওই ড্রিমলাইনার বিমানের কোড AI-1947 বলে জানা গিয়েছে ৷ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছতে বিমানটির সময় লাগবে ৮ ঘণ্টা (Air India Flights to Kyiv) ৷ এর আগে কিভ-দিল্লি-কিভ রুটে সপ্তাহে একটাই সরাসরি বিমান চলছিল, সেটা হল ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৷ কিন্তু এই রুটে এবার যাত্রী বিমানসংখ্যা আরও বাড়ানোর কথা আগেই ঘোষণা করা হয়েছিল (Air India flight leaves Delhi for Kyiv) ৷
advertisement
advertisement
২৫ ফেব্রুয়ারি (একটি ফ্লাইট), ২৭ ফেব্রুয়ারি (দুটি ফ্লাইট) এবং ৬ মার্চ (একটি) বিমান চালানো হবে এই রুটে ৷ এ ছাড়া এয়ার আরবিয়া, ফ্লাই দুবাই এবং কাতার এয়ারওয়েজেও এই রুটে বর্তমানে বিমান চালিয়ে থাকছে ৷ তাই ইউক্রেনে থাকা ভারতীয়রা নিজেদের নিরাপদ না মনে করলে তাঁদের দেশে ফেরার জন্য এখন বেশ কয়েকটি বিকল্প রয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 11:51 AM IST