Air India Flights to Kyiv: ইউক্রেন এখন আর নিরাপদ নয়, ভারতীয়দের দেশে ফেরাতে কিভ গেল এয়ার ইন্ডিয়ার বিমান

Last Updated:

Air India flight leaves Delhi for Kyiv: মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান ৷

Air India flight leaves Delhi for Kyiv to fly back Indians (Representative Image)
Air India flight leaves Delhi for Kyiv to fly back Indians (Representative Image)
কিভ: ইউক্রেনের উপর রাশিয়ার হামলা এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল ৷ ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অধিকৃত এলাকা দনেৎস্ক এবং লুহানস্ককে স্বীকৃতি দিতে চলেছে রাশিয়া ৷ যেখানে এখনও ইউক্রেনের সেনাদেরই নিয়ন্ত্রণ রয়েছে ৷ কিন্তু আগ বাড়িয়ে পুতিনের এই ঘোষণা এক কথায় যুদ্ধেরই উসকানি দেওয়া ৷ সেনা নিয়ে ইউক্রেনে ঢোকার পথ ক্রমেই আরও প্রশস্ত করল রাশিয়া ৷ এই অস্থির সময়ে ইউক্রেনে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজও শুরু করে দিয়েছে এয়ার ইন্ডিয়া ৷ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান (Air India Flights to Kyiv) ৷
২৫৬ আসন বিশিষ্ট ওই ড্রিমলাইনার বিমানের কোড AI-1947 বলে জানা গিয়েছে ৷ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছতে বিমানটির সময় লাগবে ৮ ঘণ্টা (Air India Flights to Kyiv) ৷ এর আগে কিভ-দিল্লি-কিভ রুটে সপ্তাহে একটাই সরাসরি বিমান চলছিল, সেটা হল ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৷ কিন্তু এই রুটে এবার যাত্রী বিমানসংখ্যা আরও বাড়ানোর কথা আগেই ঘোষণা করা হয়েছিল (Air India flight leaves Delhi for Kyiv) ৷
advertisement
advertisement
২৫ ফেব্রুয়ারি (একটি ফ্লাইট), ২৭ ফেব্রুয়ারি (দুটি ফ্লাইট) এবং ৬ মার্চ (একটি) বিমান চালানো হবে এই রুটে ৷ এ ছাড়া এয়ার আরবিয়া, ফ্লাই দুবাই এবং কাতার এয়ারওয়েজেও এই রুটে বর্তমানে বিমান চালিয়ে থাকছে ৷ তাই ইউক্রেনে থাকা ভারতীয়রা নিজেদের নিরাপদ না মনে করলে তাঁদের দেশে ফেরার জন্য এখন বেশ কয়েকটি বিকল্প রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Air India Flights to Kyiv: ইউক্রেন এখন আর নিরাপদ নয়, ভারতীয়দের দেশে ফেরাতে কিভ গেল এয়ার ইন্ডিয়ার বিমান
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement