HDFC Bank FD Rates: দু'মাসে দ্বিতীয়বার এফডি-তে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক, জেনে নিন কত!

Last Updated:

ভাল রিটার্ন পেতে চাইলে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত হতে পারে অন্যতম বিকল্প।

HDFC Bank Hikes Fixed Deposit Interest Rates for Second Straight Month
HDFC Bank Hikes Fixed Deposit Interest Rates for Second Straight Month
#কলকাতা: ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার (Interest Rate) বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। চলতি মাসে দ্বিমাসিক মুদ্রানীতিতে স্থিতাবস্থা বজায় রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। তারপরই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্ক। এবার সেই পথে হাঁটল এইচডিএফসি ব্যাঙ্কও। উল্লেখ্য, গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে ভাল রিটার্ন পেতে চাইলে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত হতে পারে অন্যতম বিকল্প (HDFC Bank FD Rates)।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২ কোটি টাকার কম এফডি-তে (FD) সুদের হার বাড়ানো হয়েছে। এখন থেকে গ্রাহকরা ৩ থেকে ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.৪৫ শতাংশ হারে সুদ পাবেন। ৫ থেকে ১০ বছর মেয়াদি এফডি-তে সুদের হার হয়েছে ৫.৬০ শতাংশ। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্কের এই সুদের হার হবে যথাক্রমে ৫.৯৫ শতাংশ এবং ৬.৩৫ শতাংশ। ১৪ ফেব্রুয়ারি থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
advertisement
advertisement
এছাড়াও ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৭ দিন থেকে ২৯ দিনের মেয়াদি এফডি-র জন্য ২.৫ শতাংশ, ৩০ দিন থেকে ৯০ দিনের জন্য ৩ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে। ৩.৫ শতাংশ সুদের হার ধরা হয়েছে ৯১ দিন থেকে ৬ মাসের মধ্যে জন্য৷ পাশাপাশি ৬ মাস থেকে এক বছরের কম সময়ের মধ্যে মেয়াদি ফিক্সড ডিপোজিটগুলির জন্য, সুদের হার হবে ৪.৪০ শতাংশ৷
advertisement
এইচডিএফসি ব্যাঙ্কে এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে ৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ২ বছরের জন্য এফডি করলেও একই হারে সুদ মিলবে। দীর্ঘমেয়াদি হলে অর্থাৎ ফিক্সড ডিপোজিটের মেয়াদ ২ বছর একদিন থেকে ৩ বছর পর্যন্ত হলে ৫.৩০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
advertisement
আবার তিন বছর একদিন থেকে পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের জন্য ৫.৪৫ শতাংশ হারে সুদ নির্ধারণ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। এফডি-র মেয়াদ ৫ বছর একদিন থেকে ১০ বছর হলে বিনিয়োগকারীরা ৫.৬০ শতাংশ হারে সুদ পাবেন। প্রসঙ্গত, জানুয়ারিতেই ২ কোটি টাকা কম মূল্যের ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল এইচডিএফসি ব্যাঙ্ক। এই নিয়ে দু’মাসের মধ্যে দ্বিতীয়বার এফডি-তে সুদের হার বাড়াল তারা।
advertisement
ফিক্সড ডিপোজিটে লাগু হওয়া সুদের হার একনজরে –
৭ দিন থেকে ১৪ দিন: সাধারণ জনগণের জন্য – ২.৫০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য – ৩.০০ শতাংশ
১৫ দিন থেকে ২৯ দিন: সাধারণ জনগণের জন্য – ২.৫০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য – ৩.০০ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিন: সাধারণ জনগণের জন্য – ৩.০০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য – ৩.৫০ শতাংশ
advertisement
৪৬ দিন থেকে ৬০ দিন: সাধারণ জনগণের জন্য - ৩.০০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৩.৫০ শতাংশ
৬১ দিন থেকে ৯০ দিন: সাধারণ জনগণের জন্য - ৩.০০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৩.৫০ শতাংশ
৯১ দিন থেকে ১২০ দিন: সাধারণ জনগণের জন্য – ৩.৫০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য – ৪.০০ শতাংশ
advertisement
৬ মাস ১ দিন থেকে ৯ মাস: সাধারণ জনগণের জন্য – ৪.৪০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য – ৪.৯০ শতাংশ
৯ মাস ১ দিন থেকে এক বছরের কম: সাধারণ জনগণের জন্য - ৪.৪০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৪.৯০ শতাংশ
১ বছর: সাধারণ জনগণের জন্য – ৫.০০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য – ৫.৫০ শতাংশ
১ বছর ১ দিন থেকে ২ বছর: সাধারণ জনগণের জন্য - ৫.০০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - ৫.৫০ শতাংশ
২ বছর ১ দিন থেকে ৩ বছর: সাধারণ জনগণের জন্য – ৫.২০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য – ৫.৭০ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর: সাধারণ জনগণের জন্য – ৫.৪৫ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য – ৫.৯৫ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর: সাধারণ জনগণের জন্য – ৫.৬০ শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য – ৬.৩৫ শতাংশ
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
HDFC Bank FD Rates: দু'মাসে দ্বিতীয়বার এফডি-তে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক, জেনে নিন কত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement