হ্যারি-মেগানের বিয়েতে ঘটল এই ৫ অদ্ভুত ঘটনা, লক্ষ্য করেছেন ?

Last Updated:

কিন্তু যে বিয়ে এত ‘পিকচার পারফেক্ট’, গোলমাল বাঁধল সেখানেও ৷ ছোটখাট হলেও অদ্ভুত এই ঘটনাগুলো কিন্তু নজর এড়াল না ফোটো শিকারীদের ৷ কী সেই পাঁচ ঘটনা ৷ চলুন দেখে নেওয়া যাক ৷

#লন্ডন: এই বিয়ে ঘিরেই এত উৎসাহ-উদ্দীপনা ৷ গত কয়েকটা দিন ধরে কেনসিংটন প্যালেস থেকে চোখ সরেনি বিশ্বের কোটি কোটি মানুষের ৷ অবশেষে স্বপ্নে দেখা রূপকথার গল্পের মতোই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সেই বিয়ে ৷ চার হাত এক হয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের ৷
কিন্তু যে বিয়ে এত ‘পিকচার পারফেক্ট’, গোলমাল বাঁধল সেখানেও ৷ ছোটখাট হলেও অদ্ভুত এই ঘটনাগুলো কিন্তু নজর এড়াল না ফোটো শিকারীদের ৷ কী সেই পাঁচ ঘটনা ৷ চলুন দেখে নেওয়া যাক ৷
advertisement
• ল্যাজে গোবরে রাজকুমার-
advertisement
প্রথা মতো বিয়ের পর নববধূর মুখের ভেইল বা ওড়না সরিয়ে দেন স্বামী ৷ কিন্তু এই কাজ করতে গিয়ে একটু নাস্তানাবুদ হতে হয় রাজপুত্রকে ৷ ওড়না সরানোর সময় হ্যারির মুখটার দিকে খেয়াল করুন ৷ বুঝতে পারবেন ৷
harry2
• প্রিন্স চার্লস ঘুমন্ত !
advertisement
এদিকে চলছে রাজকীয় বিয়ে, অন্যদিকে প্রিন্সের দিকে ক্যামেরা তাক হতেই লজ্জার এক শেষ ৷ ছোট ছেলের বিয়ে চলছে, আর বাবা ঘুমচ্ছেন ? খুবই খাটাখাটনি গিয়েছে মনে হয় ৷ বিয়ের জোগাড় বলে কথা ৷
advertisement
• উত্তেজিত-
দুধ সাদা বিয়ের গাউনে মোহময়ী মেগান ৷ হেঁটে আসছেন বিয়ের আইল ধরে ৷ তাই দেখে হঠাৎ কেন এত খুশি হয়ে পড়ল এই পেজ বয় ? হ্যারি-মেগানের এই বিয়ে নিয়ে উৎসাহের পারদ চড়েছে বিশ্ব জুড়ে ৷ কিন্তু প্রকৃত অর্থেই সেই উত্তেজনা দেখাল পেজ বয় মাস্টার মালরোনি ৷ মেগানের ঘনিষ্ট বন্ধু বেন ও জেসিকা মালরোনির যমজ দুই পুত্র রাজবধূর পেজ বয় হয়েছিল ৷
advertisement
• খুশিতে নাচ জুড়ল ঘোড়াও-
এমনটা সত্যিই দেখা যায় না ৷ রয়্যাল বিয়েতে শেষে কী না এত আনন্দ পেল ঘোড়াও ? দেখুন কী ভাবে নাচ জুড়েছে সে ৷
advertisement
• সো কিউট-
অবশ্যই এদিনের মধ্যমণি ছিলেন হ্যারি আর মেগান ৷ কিন্তু তারপরেও বেশ খানিকটা লাইম লাইট কেড়ে নিল প্রিন্সেস শার্লট ৷ তাঁর নিষ্পাপ অভিব্যক্তি ধরা পড়ল ক্যামেরায় ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
হ্যারি-মেগানের বিয়েতে ঘটল এই ৫ অদ্ভুত ঘটনা, লক্ষ্য করেছেন ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement