নেই, তবু হ্যারির বিয়ে জুড়ে রয়েছেন মা ডায়না

Last Updated:

শেষ হয়েছে সেই রূপকথার বিয়ে ৷ মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল এখন ডাচেস অব সাসেক্স ৷ প্রিন্স হ্যারির নামের সামনে যুক্ত হয়েছে ডিউক অব সাসেক্স তকমা ৷

#লন্ডন: শেষ হয়েছে সেই রূপকথার বিয়ে ৷ মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল এখন ডাচেস অব সাসেক্স ৷ প্রিন্স হ্যারির নামের সামনে যুক্ত হয়েছে ডিউক অব সাসেক্স তকমা ৷
সেই বিয়ে ঘিরে আবেগ, উত্তেজনা, উন্মাদনার পারদ টেমস ছাড়িয়ে আছড়ে পরেছে পৃথিবীর কোণায় কোণায় ৷ কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হ্যারি আর মেগানের ঘেরাটোপ ছেড়েও বারবার ঠোক্কর খেয়েছে ডায়না নামটার চারপাশে ৷ আদরের ছোট ছেলের বিয়েতে আজ সশরীরে নেই তিনি ৷ কিন্তু তবু যেন সবটার মধ্যেই অদৃশ্যে লেগে রয়েছেন ৷
যুবরানি ডায়না ৷ যাঁর নাম শুনে এক সময় কেঁপে উঠত হাজার হাজার পুরুষ সিংহের হৃদয় ৷ তাঁর প্রতিটি চোখে চাহনিতে বদলে যেত একেকটা রূপকথার গল্প ৷ তাঁর ব্যক্তিত্ব, স্টাইল, সম্পর্ক, ফ্যাশন, জনসংযোগ, রোম্যান্স, সবটাই ছিল একেকটা নতুন নতুন রাজত্বের চাবিকাঠি ৷ তাই মৃত্যুর ২০ বছর পেরিয়েও পুরনো হন না তিনি ৷
advertisement
advertisement
হ্যারি আর মেগানের বিয়েতেও বারবার প্রসঙ্গিক হয়ে উঠল ডায়না প্রসঙ্গ ৷ না থেকেও একাধিক বিষয়ের মধ্যে মিশে ছিলেন প্রিন্সেস অব ওয়েলস ৷ কী সেই মিল ?
advertisement
• প্রিন্স উইলিয়াম যখন কেট মিডলটনকে প্রপোজ করেছিলেন, তখন প্রেম নিবেদন করে তাঁকে পরিয়ে দিয়েছিলেন মায়ের হিরের আংটি ৷ • আবার প্রিন্স হ্যারিও মেগানকে বিয়ের প্রস্তাব দেন ডায়নারই অন্য একটি হিরের আংটি পরিয়ে ৷ • মার্কেলের বয়স এখন ৩৬ ৷ ঠিক ছত্রিশ বছর বয়সেই মারা গিয়েছিলেন ডায়না ৷ • হ্যারি-মেগানের বিয়েতে ডাকা হয়েছিল ডায়নার পরিবারকে ৷ মূলত হ্যারির ইচ্ছেতেই ডায়নার পরিবার যোগ দেন তাঁদের বিয়েতে ৷ • ডায়নার বোন লেডি জেন ফেলোস বিয়ের সময় চার্চের ভিতর উপস্থিত ছিলেন ৷ সকলের সঙ্গে প্রার্থনাসঙ্গীতও গেয়েছেন তিনি ৷ • বিয়ের গোটা এলাকাটি সাজানো হয়েছিল সাদা গোলাপে ৷ ডায়নার প্রিয় ফুল ছিল সাদা গোলাপ ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
নেই, তবু হ্যারির বিয়ে জুড়ে রয়েছেন মা ডায়না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement