Firing at Shopping Mall: ভরা শপিং মলে বন্দুকবাজ, পরপর গুলি, মুহূর্তে মৃতদেহের সারি! হাড়হিম ঘটনা ঘটল কোথায়?

Last Updated:

Firing at Texas Mall: শনিবার টেক্সাসের অ্যালেনের ডালাস শহরতলিতে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হন এবং সাতজন আহত হন।

ভরা শপিং মলে বন্দুকবাজ, পরপর গুলি, মুহূর্তে মৃতদেহের সারি!
ভরা শপিং মলে বন্দুকবাজ, পরপর গুলি, মুহূর্তে মৃতদেহের সারি!
টেক্সাস: আবার মার্কিন মুলুকে বন্দুকধারীর তাণ্ডব। শনিবার টেক্সাসের অ্যালেনের ডালাস শহরতলিতে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হন এবং সাতজন আহত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের মত জায়গায় এরকম ঘটনা আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মধ‍্যে।
পুলিশ সূত্রে খবর, টেক্সাস মলে তাণ্ডব চালিয়ে বন্দুকধারী ৯ জনকে হত্যা করেছে এবং আরও বেশ কয়েকজন ক্রেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অ্যালেন ফায়ার বিভাগের প্রধান জন বয়েড একই সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা গুলির আঘাতে আহত কমপক্ষে ন‘জনকে এলাকার হাসপাতালে নিয়ে গিয়েছি, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’
advertisement
advertisement
অ্যালেন প্রিমিয়াম আউটলেটে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তাঁরা একাধিক মানুষকে আহত হতে দেখেছেন, যাঁদের মধ্যে কয়েকজনকে শিশু আছে। এমনকী তাঁরা একজন পুলিশ অফিসার এবং একজন শপিং মল নিরাপত্তা কর্মীকে দেখেছে যাঁরা মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে গুলির আঘাতে।
পুলিশ বিভাগের অ্যালেন, টেক্সাসের প্রধান ব্রায়ান হার্ভে বলেছেন, বিকেল ৩:৩০ টার দিকে বন্দুকধারী যখন হামলা করছিল তখন একজন অফ-ডিউটি​পুলিশ অফিসার ব‍্যক্তিগত কাজে মলে গিয়েছিলেন। সেই পুলিশ অফিসারে গুলিতেই ঘায়েল হয় সে।
advertisement
ড্যাশক্যাম ভিডিও যা অনলাইনে প্রচারিত হয়েছে তাতে দেখা গেছে একটি বন্দুকধারী মলের বাইরে একটি গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে ফুটপাতে থাকা লোকজনের উপর গুলি চালাতে শুরু করে। ভিডিও রেকর্ডিং গাড়িটি চলে যাওয়ার সময় তিন ডজনেরও বেশি গুলির শব্দ শোনা যায়। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ভেবেছিল যে অ্যালেন প্রিমিয়াম আউটলেটে দ্বিতীয় শ্যুটার থাকতে পারে। কিন্তু পুলিশ চিরুনি চালিয়েছে, এবং ঘটনাস্থল থেকে ফটো এবং ড্রোন ভিডিওতে দেখা গেছে বন্দুকধারী একাই ছিল।
advertisement
আরও পড়ুনঃ পিৎজা নিয়ে কেরামতি রাস্তার ধারে! ভিড় জমেছে যুবককে দেখতে, হতবাক সকলে, রইল ভিডিও
জ্যানেট সেন্ট জেমস, মেডিকেল সিটি হেলথ কেয়ারের একজন মুখপাত্র বলেছেন যে তাঁদের সেন্টারে গুলিবিধ্বস্ত আটজন ভর্তি হন। যাদের বয়স পাঁচ থেকে ৬১ বছর। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ঘটনাটিতে শোকপ্রকাশ করেন এবং বলেন এটি একটি ‘অবর্ননীয় ট্র্যাজেডি’।
advertisement
প্রসঙ্গত, ড্যালাসের থেকে ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত এই অ্যালেন শহর। এই শহরের জনসংখ্যা মাত্র ১ লাখ। এহেন ছোট্ট শান্ত শহরে এরকম ভায়াবহ ঘটনায় আতঙ্কিত সবাই। সারা পৃথিবীর মধ‍্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনও উন্নত দেশের বন্দুকের গুলিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। ২০২১ সালে ৪৯,০০০ যা ২০২০ তে ছিল ৪৫,০০০ ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Firing at Shopping Mall: ভরা শপিং মলে বন্দুকবাজ, পরপর গুলি, মুহূর্তে মৃতদেহের সারি! হাড়হিম ঘটনা ঘটল কোথায়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement