Pizza Viral Video: পিৎজা নিয়ে কেরামতি রাস্তার ধারে! ভিড় জমেছে যুবককে দেখতে, হতবাক সকলে, রইল ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 08:12:22 PM IST Apr 28, 2023

ময়দার লেচিকে না বেলে আঙুলের উপর ঘোরাচ্ছিলেন দোকানি। লেচি বড় হয়ে রুটির আকার নিতেই সেটিকে ‘ফ্লাইং ডিশের’ মতো শূন্যে ছুড়ে দেন। সেটি আবার তাঁর হাতেই ফিরে আসছিল। বার বার একই কায়দায় লেচিটিকে শূন্যে ছুড়ে দেন। পাতলা হয়ে যাওয়ার পর সেটিকে আঙুলের উপর ঘোরাচ্ছিলেন। পিৎজ়া নিয়ে কেরামতির ভিডিও ভাইরাল। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।

লেটেস্ট ভিডিও