Dust Storm: মাঝ রাস্তায় এ কেমন ঝড়! ধাক্কা মারছে একের পর এক গাড়ি, দেখুন সেই ভিডিও

Last Updated:

পুলিশ সূত্রে খবর, সোমবার ধুলোঝড়ের কারণে ছ’জনের মৃত্যু হয়েছে। ধুলো ঝড়ের কারণে, মার্কিন রাস্তাগুলির অস্পষ্ট হয়ে যায়, যার ফলে প্রায় ১০০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

মাঝ রাস্তায় এ কেমন ঝড়!
মাঝ রাস্তায় এ কেমন ঝড়!
ওয়াশিংটনঃ সোমবার, ধুলোঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। পুলিশ সূত্রে খবর, সোমবার ধুলোঝড়ের কারণে ছ’জনের মৃত্যু হয়েছে। ধুলো ঝড়ের কারণে, মার্কিন রাস্তাগুলির অস্পষ্ট হয়ে যায়, যার ফলে প্রায় ১০০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ইলিনয় রাজ্যের পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, 'মিডওয়েস্টার্ন স্টেট ইলিনয়েতে ৩০টি গাড়ি প্রায় ৫০-৬০টি যাত্রীবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।'
advertisement
advertisement
সংবাদ সংস্থা এএফপির বিবৃতিতে বলা হয়েছে যে হাইওয়ে ৫৫-এ দু-মাইল দূরত্বে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলে দুটি ট্রাকে আগুন ধরে যায়। এই জাতীয়সড়ক শিকাগো এবং সেন্ট লুইসের মতো শহরগুলিকে সংযোগ স্থাপন করেছে। পুলিশ জানিয়েছে যে ৩০ জনেরও বেশি লোককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আক্রান্তদের বয়স ২ থেকে ৮০ বছর। তাদের মধ‍্যে অনেকেই খুবই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওটিতে সর্বত্র ধুলো দেখা যাচ্ছে। রাস্তায় গাড়ির মধ‍্যে ধাক্কাধাক্কি দেখা যাচ্ছে, রাস্তায় দৃশ্যমানতা অনেক কম। ঘটনার পর চারিদিকে থমথমে পরিবেশ। এমন ঘটনা কিন্তু এই প্রথম নয়, ২০২১ সালে, ইউটা একই রকম একটি দুর্ঘটনায় আটজন মারা গিয়েছিলেন। সেই ধুলো ঝড় ২২টি যানবাহনের একে ওপরের সঙ্গে দুর্ঘটনা ঘটে।
advertisement
গত শনিবার ফ্লোরিডায় একটি বিধ্বস্তী ঝড় তাণ্ডব চালায়। ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে রাস্তার ওপর গাছ ভেঙে পড়ে থাকতে দেখা গেছে। গাড়িগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেতেও দেখা গেছে। এর আগে এপ্রিলের শুরুতে প্রবল ঝড় ও টর্নেডো আমেরিকায় জনজীবন থমকে যায়। তার ফলে ২১জন নিহত হয় এবং বহু লোক আহত হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dust Storm: মাঝ রাস্তায় এ কেমন ঝড়! ধাক্কা মারছে একের পর এক গাড়ি, দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement