Viral Video: সিংহের সামনে 'চালাকি' নয়! চিৎকার বৃদ্ধের, টানতে টানতে নিয়ে যাচ্ছে সিংহ, দেখুন সেই ভিডিও
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Viral Video: এই ভিডিও দেখেই সকলকে সাবধান থাকার বার্তা দিচ্ছেন নেটিজেনরা
কেপটাউন: এই ভিডিও দেখলে চমকে উঠবেন যে কেউ। এমন মর্মান্তিক ঘটনা দেখে হতবাক সকলে। ঘটনা দক্ষিণ আফ্রিকার একটি ব্যক্তিগত চিড়িয়াখানার। টিকিট কেটে দর্শকরা সিংহ দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যেতেই চমকে ওঠেন সকলে। কারণ সিংহ আক্রমণ করে বসে এক বৃদ্ধকে। পরে তাঁকে টানতে টানতে ঝোপের দিকে নিয়ে যায়। আশেপাশের সকলে চিৎকার শুরু করে দেন।
ঘটনাটি বেশ কয়েকবছর আগে। জানা গিয়েছে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার একটি চিড়িয়াখানায় ঘটনাটি ঘটে। আক্রান্ত বৃদ্ধের নাম মাইক হর্জ। ভিডিওটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় এখন ফের ভাইরাল হয়েছে।
advertisement
সেই সময়ে স্থানীয় পুলিশ এবং বন বিভাগের কর্মীরা এসে ওই বৃদ্ধকে সিংহের কবল থেকে উদ্ধার করে। জানা গিয়েছে, মাইকে ব্যক্তিগত একটি চিড়িয়াখানা রয়েছে। সেখানে বেশ কিছু বন্য জন্তু রয়েছে। সেই সব জন্তু রাখার জন্য তাঁর কাছে লাইসেন্সও দিয়েছে স্থানীয় প্রশাসন। আক্রমণ করা সিংহটি শাবক অবস্থা থেকে মাইক দেখাশোনা করেন। এই চিড়িয়াখানাতেই থাকত সিংহটি।
advertisement
Terrifying moment lion savagely attacks British park owner pic.twitter.com/s3sPHjAwyx
— Terrifying Nature (@TerrifyingNatur) April 28, 2023
ভিডিওতে দেখা যাচ্ছে, সিংহের খাঁচার মধ্যে ঢুকে মাইক চলাফেরা করছিলেন। সেই সময়ে আচমকা সিংহটি মাইককে দেখে তেড়ে যায়। বিষয়টি বুঝে পালানোর চেষ্টা করেন মাইক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মাইকে কামড়ে ঝোপের দিকে নিয়ে যায় সিংহটি।
advertisement
উপস্থিত দর্শকদের সামনে ঘটনাটি ঘটে। তাঁদের মধ্যে কেউ একজন গোটা ঘটনাটি ভিডিও করে নেন। মাইকের কাঁধ এবং হাতে গুরুতর আঘাত লাগে। তবে কী কারণ, সিংহটি আচমকা আক্রমণ করেছিল, তা এখনও স্পষ্ট নয়। ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে।
advertisement
আর এই ভিডিও দেখেই সকলকে সাবধান থাকার বার্তা দিচ্ছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, বন্য জন্তু থেকে সাবধানে সবসময় সকলের থাকা উচিত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 11:32 AM IST