মার্সিডিজের শহরে বাঙালিয়ানার রমরমা! দুর্গাপুজোয়ে চুটিয়ে মজা স্টুটগর্টে

Last Updated:

চার দিনের পুজোয়ে সকাল বিকেল মিলিয়ে প্রায় ২০০ এর বেশি মানুষ যোগ দিচ্ছেন।এই অঞ্চলে এতো বড় পুজোর প্রস্তুতিতে উদ্যোক্তারা কোনও ত্রুটি রাখেননি।

#স্টুটগার্ট: দক্ষিণ জার্মানি মৈত্রী ক্লাব আয়োজিত স্টুটগার্ট সর্বজনীন দুর্গাপুজো এবার দ্বিতীয় বছরে পা দিল। স্টুটগার্ট এমনিতে বিশ্ব মানচিত্রে বিলাসবহুল মার্সেডিজ আর পোরশে গাড়ির শহর হিসেবে পরিচিত। এখানকার বাঙালিরা মৈত্রী ক্লাবের মাধ্যমে একদিকে যেমন বাংলার শিল্পসংস্কৃতিকে বিশ্ব মানচিত্রে ছড়িয়ে দিচ্ছে অন্যদিকে বাংলার ক্লাব কালচার 'সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ' ঐতিহ্যকে ধরে রেখেছে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে৷ মৈত্রীর এবারের পুজোয়ে কোনও flavorই বাদ দেওয়ার উপায় নেই৷ কারণ কলকাতার প্রতিমা, পুজোর মণ্ডপ, আলোকসজ্জা , ঢাকের বাদ্যি, সন্ধ্যা আরতি, ধুনুচি নাচ ,পেটপুজোর বিশাল আয়োজন রয়েছে।
প্রথম বছরে নজর কাড়ার পর মৈত্রীর পুজো মানুষের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। আর এবারের পুজো আরও বড়। চার দিনের পুজোয়ে সকাল বিকেল মিলিয়ে প্রায় ২০০ এর বেশি মানুষ যোগ দিচ্ছেন।এই অঞ্চলে এতো বড় পুজোর প্রস্তুতিতে উদ্যোক্তারা কোনও ত্রুটি রাখেননি। যতই হোক বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা! তাই সব আয়োজেনেই একটা ঘরোয়া আন্তরিকতার ছোঁয়া থাকছে।
advertisement
advertisement
একদিকে স্বাদে আহ্লাদে বাঙালিয়ানা পরিবেশন করতে ক্লাবের সদস্যরা নিজেরাই এবার হেঁসেলের দায়িত্ব নিয়েছেন৷ অন্যদিকে রকমারি পেট পুজোর জন্য একদিন থাকছে খাওয়ারের ষ্টল, যেখানে নামি দামি স্থানীয় রেস্তোরাঁ পসরা সাজিয়ে বসবে। ভোজনরসিক বাঙালিদের জন্য কী নেই মেনুতে! খিছুড়ি থেকে পোলাও-বিরিয়ানি, মালপোয়া থেকে ছানার জিলিপি , মোগলাই পরোটা থেকে কচুরি , ফুচকা-চুরমুর -চপ-পমফ্রেট ফ্রাই -ডিমের ডেভিল আর সকাল সন্ধ্যে মায়ের ভোগ তো আছেই।
advertisement
আরও পড়ুন Durga Puja 2022: আহেলী-র পুজোর ভোজে মিলবে জেলার স্বাদ!
ওদিকে আবার পুজোর আঙিনায় ক্লাবের সহ সভাপতি নিজেই পুরোহিত, তাই পুজোর সব আচার অনুষ্ঠান নিখুঁত ভাবে মেনে সকলকে খাঁটি বাংলার পুজোর স্বাদ দিতে বদ্ধ পরিকর তিনি৷ বাক্স ভর্তি পুজোর উপকরণ আনানো হয়েছে কলকাতা থেকে। পুজোর মজা তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্য , পুজোর ফ্যাশন,গান-বাজনা, হাসি-আড্ডা, ধুনুচি নাচ তো আছেই তবে এবারের পুজোর বিশেষ আকর্ষণ মনোজ মিত্রের হাসির নাটক 'দন্তরঙ্গ'৷ উপস্থাপনায় মৈত্রীর সদস্যদের নিয়ে গড়া 'ঘরভোলা' নাট্যদল।
advertisement
এখানেই শেষ নয় সরোদের তারে রাগাশ্রয়ী-আধুনিক সুরের মূর্ছনায় স্টুটগার্টবাসীকে আনন্দ দিতে আসছেন কলকাতা থেকে বিশিষ্ট শিল্পীরা। এতো বড় আয়োজনের মাধ্যমে মৈত্রীর উদ্দেশ্য একদিকে যেমন বাংলার তথা ভারতের সংস্কৃতিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া, অন্য দিকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ-মানুষের মেলবন্ধন সৃষ্টি করা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মার্সিডিজের শহরে বাঙালিয়ানার রমরমা! দুর্গাপুজোয়ে চুটিয়ে মজা স্টুটগর্টে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement