US Election Result: ভোট গণনায় কারচুপির আশঙ্কা, শেষ মুহূর্তে আদালতে দ্বারস্থ ট্রাম্প

Last Updated:
#নেভাডা: জয়ের বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু ভোট গণনা শুরু হতেই দেখা গেল, তাঁকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন৷ এবার ভোট গণনায় কারচুপির আশঙ্কায় নেভাডার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ডোনাল্ড ট্রাম্পের রিপাব্লিকান পার্টি৷ তাদের দাবি, নেভাডার সব থেকে বড় কাউন্টি ক্লার্ক-এ ভোট গণনা স্থগিত রাখা হোক৷
গত সপ্তাহেই এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রিপাব্লিকানরা৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত৷ অভিযোগ, ক্লার্ক কাউন্টি-তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে ভোটগুলি দেওয়া হয়েছে, তার সই মিলিয়ে দেখতে দেওয়া হচ্ছে না নির্বাচনী পর্যবেক্ষকদের৷ যতক্ষণ পর্যবেক্ষকরা সেই প্রক্রিয়া সামনে থেকে দেখতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ভোট গণনা স্থগিত রাখার দাবি জানিয়েছে রিপাব্লিকানরা৷
advertisement
এ বছর করোনা অতিমারির আশঙ্কায় বিপুল সংখ্যক মার্কিন নাগরিক মেল করে অগ্রিম ভোট দিয়েছেন আমেরিকায়৷ এই অগ্রিম ভোটের গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন ট্রাম্প৷ ক্লার্ক কাউন্টিতেও মূলত এই মেল করা ভোটের গণনা পুদ্ধতি নিয়েই আপত্তি রিপাব্লিকান পার্টির৷ তাঁদের আশঙ্কা, নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা গণনার ক্ষেত্রে গন্ডগোল করতে পারেন৷ তাই গোটা প্রক্রিয়াটি আমজনতাকে দেখতে দেওয়া হোক৷ যে পদ্ধতিতে গণনা চলছে, তাতে স্বচ্ছতা থাকছে না বলে অভিযোগ তোলা হয়েছে৷
advertisement
advertisement
নেভাডা প্রশাসন তাদের রাজ্যের আইন অনুযায়ী, রিপাব্লিকানদের গোটা নির্বাচনী প্রক্রিয়া দেখার দাবি খারিজ করে দেয়৷ নেভাডার অ্যাটর্নি জেনারেল এবং ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যরন ফোর্ড পাল্টা অভিযোগ করেছেন, নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এবং িরপাব্লিকানরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Election Result: ভোট গণনায় কারচুপির আশঙ্কা, শেষ মুহূর্তে আদালতে দ্বারস্থ ট্রাম্প
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement