ইরানের পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হবে? সেরকমই অন্তত দাবি ট্রাম্পের, কেন বললেন 'বিলুপ্তি' সঠিক শব্দ?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার প্রশংসা করেছেন। স্যাটেলাইট চিত্রে ফোর্ডো কেন্দ্রের ক্ষতি দেখা গিয়েছে? কী ছক ট্রাম্পের?
ইরান ইজরায়েল সংঘর্ষে এবার সরাসরি আক্রমণের নীতি বেছে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষের হয়ে। ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্র আঘাত হেনেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার জন্য তাঁর দেশের সেনাবাহিনীর দক্ষতার প্রশংসা করেছেন এবং বলেছেন যে এই হামলা নির্ভুল ভাবে নিশানায় আঘাত করেছে এবং ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর চিরদিন মনে রাখার মতো ক্ষতির স্মৃতি তৈরি করেছে। ক্ষয়ক্ষতির স্যাটেলাইট চিত্রের কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন যে, ‘বিলুপ্তি’ শব্দটিই এই মার্কিন হামলার প্রভাব বোঝানোর জন্য সঠিক শব্দ।
“ইরানের সমস্ত পারমাণবিক কেন্দ্রের চিরদিন মনে রাখার মতো ক্ষতি করা হয়েছে, যেমনটা স্যাটেলাইট ছবিতে দেখানো হয়েছে। বিলুপ্তিই এর জন্য একটি সঠিক শব্দ”! ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ লিখেছেন। “যে সাদা কাঠামোটা দেখা যাচ্ছে তা আসলে পাথরের গভীরে প্রবেশ করেছে, এমনকি এর ছাদও মাটির অনেক নিচে এবং আগুন থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত”, তিনি আরও যোগ করেন। “সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মাটির অনেক নিচে। বুলস আই!!!” মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন।
advertisement
advertisement
ফোর্ডো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গিয়েছে যে, বাঙ্কার-বিধ্বংসী বোমাগুলি পাহাড়ের ভেতরে ঢুকে ছয়টি গর্ত তৈরি করেছে। অভিঘাতে চারপাশ তছনছ এবং ধুলোয় ঢাকা দেখাচ্ছে।
advertisement
রয়টার্স রবিবার বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের ফোর্ডো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলার ইঙ্গিত পাওয়া গিয়েছে। মাটির গভীরে থাকা ইউরেনিয়াম সেন্ট্রিফিউজগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা সম্ভবত ধ্বংসই হয়ে গিয়েছে, যদিও এর সুনিশ্চিত প্রমাণ মেলেনি।
জাতিসংঘের প্রাক্তন পারমাণবিক পরিদর্শক এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রধান ডেভিড অলব্রাইট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র “এমওপি (ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর) দিয়ে গুলি চালিয়েছে, বাঙ্কার-বিধ্বংসী বোমা মার্কিন যুক্তরাষ্ট্র ফেলেছে বলছে।”
advertisement
তবে, ভূগর্ভস্থ ধ্বংসের সুনিশ্চিত প্রমাণ মেলেনি, রিপোর্টে সিএনএ কর্পোরেশনের একজন সহযোগী গবেষক ডেকার এভলেথের উদ্ধৃতিও দেওয়া হয়েছে, যিনি স্যাটেলাইট চিত্র বিশেষজ্ঞ।
তিনি বলেন, শত শত সেন্ট্রিফিউজ সম্বলিত হলটি “এত গভীরে চাপা পড়ে আছে যে আমরা স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে ক্ষতির মাত্রা মূল্যায়ন করতে পারছি না।”
এদিকে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও বলেছেন যে তাঁরা হামলার ফলে কতটা ক্ষতি হয়েছে তা নির্ধারণের জন্য কাজ করছেন। তাঁদের এই বক্তব্য বলাই বাহুল্য ট্রাম্পের দাবির বিপরীত!
advertisement
মনে করা হচ্ছে, আমেরিকার হামলার আগে ইরান তার ভূগর্ভস্থ ফোর্ডো কেন্দ্রের সুড়ঙ্গ ভরাট করে দিয়েছিল। সম্ভবত হামলা থেকে রক্ষার জন্য সেন্ট্রিফিউজ স্থানান্তরিত করা হয়েছিল।
অবশ্য, ইসফাহান সাইটে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় সম্ভবত এর ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে। এই কেন্দ্রে প্রাকৃতিক ইউরেনিয়াম নিয়ে তা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে রূপান্তরিত করা হত, যা ইরান সেন্ট্রিফিউজে ভরত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
International
First Published :
June 23, 2025 10:42 AM IST