চিন যেভাবে পাকিস্তানকে শক্তিশালী করছে, আর উপায় নেই! নতুন চাল, কোন দেশের সঙ্গে হাত মেলাল ভারত?
- Published by:Tias Banerjee
Last Updated:
সীমান্তের দুই পাশে—একদিকে পাকিস্তান, অন্যদিকে চিন দুই শত্রু প্রতিবেশীর উপস্থিতিতে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ দিনে দিনে বাড়ছে। পাকিস্তান জঙ্গিবাদ ও সন্ত্রাস ছড়ানোর জন্য বিশ্বজুড়ে কুখ্যাত, আর চিনের দখলদার নীতি বিশ্ববাসীর অজানা নয়।
advertisement
advertisement
advertisement
advertisement
এই লক্ষ্যপূরণে বড়সড় চুক্তি স্বাক্ষর হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) ও ফরাসি সংস্থা Safran Aircraft Engines-এর মধ্যে। এই চুক্তি অনুযায়ী, অতি আধুনিক LEAP ইঞ্জিন-এর কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এখন থেকে ভারতে তৈরি হবে। এর ফলে যেমন ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযান আরও গতি পাবে, তেমনি দেশেই ফিফথ জেনারেশন যুদ্ধবিমান তৈরির সম্ভাবনা জোরালো হবে।
advertisement
এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৫৫তম আন্তর্জাতিক প্যারিস এয়ার শো-তে, যেখানে HAL-এর পক্ষ থেকে সই করেছেন এলসিএ বিভাগের জেনারেল ম্যানেজার আবদুল সালাম এবং সাফরানের ভাইস প্রেসিডেন্ট (পারচেজিং) ডমিনিক ডুপুই। এর আগে ২০২৩ সালের অক্টোবরে HAL ও Safran একটি MoU স্বাক্ষর করেছিল, যা LEAP ইঞ্জিনের যন্ত্রাংশ উৎপাদনে যৌথ সহযোগিতা গড়ার কথা বলেছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ফিফথ জেনারেশন জেট আর বিদেশ থেকে কেনার দরকার হবে না? চিন যখন পাকিস্তানকে ফিফথ জেনারেশন জেট দিতে উদ্যোগী, ভারতও তার সমকক্ষ জবাব দিতে তৈরি। শুধু বিদেশ থেকে আমদানি নয়, এখন নিজের প্রযুক্তিতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধবিমান। এতে যেমন টাকার সাশ্রয় হবে (যার পরিমাণ ট্রিলিয়ন টাকায় পৌঁছাত), তেমনি কৌশলগত দিক থেকে ভারতের আত্মনির্ভরতা আরও দৃঢ় হবে।
advertisement