Amazing Facts: Correct pronunciation of Dubai || আমরা যতই বলি 'দুবাই', এর উচ্চারণ কিন্তু একেবারে আলাদা! উত্তর দিতে বেশিরভাগই ডাহা ফেল

Last Updated:

তবে এর নাম কিন্তু দুবাই নয়৷ পর্যটকেরা এর নামটি ভুল উচ্চারণ করেন৷ আরবে এই জায়গাকে বলা হয় Doo Bay অথবা duh bae৷ যেখানে D খুবই মৃদুভাবে উচ্চারণ করা হয়৷ 

দুবাইয়ের সঠিক উচ্চারণ কিন্তু আলাদা
দুবাইয়ের সঠিক উচ্চারণ কিন্তু আলাদা
advertisement
ছুটি কাটানোর জায়গা হিসাবে দুবাইয়ের খ্যাতি বিশ্বসেরা৷ হলিডে-ডেসটিনেশন বললে প্রথমেই মনে পড়ে এই জায়গার কথা৷ নানা কারণে শিরোনামে এসেছে এই দেশ৷
সম্প্রতি দুবাই নিয়ে ভাইরাল হয় একটি খবর৷ বলা হয় দিনের বেলা দিব্য রয়েছে গ্রাম, কিন্তু রাত হলেই তা উধাও! কোথায় চলে যায় গ্রাম? সঠিক উত্তর জানা নেই গবেষকদেরও! দুবাইয়ের এই ‘ভুতুড়ে গ্রাম’ আল মাদাম-কে আজও রহস্যে মোড়া!  দিনের বেলা দেখা যায় চারদিকে বালির রাশি। মাঝখানে এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি বাড়ি আর একটি মসজিদ। গ্রামে কোনও জনবসতি নেই। প্রতিটি বাড়ি-ই ফাঁকা। গবেষণায় প্রাথমিকভাবে জানা যায়, এই গ্রমাএ বহু বছর আগে এক কঠিন অসুখ ছড়িয়ে পড়ে। অসুখের প্রকোপে গ্রামের সব মানুষ মারা যান। রোগের ভয়ে আর কেউ পরবর্তীতেও ওই গ্রামে বসতি গড়েনি। অনেক বিজ্ঞানীরা আবার এও মনে করেন, দুবাই যেমন অর্ধেক মরুভূমি, তেমনই রয়েছে সমুদ্র। ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাস দ্রুত গরম হয়, আর উপরের দিকের বাতাস সমুদ্রের কারণে ঠান্ডা থাকে। ফলে নীচের দিকে যখন আলোর প্রতিসরণ হয়, তখনই মনে হয় গ্রামটি অদৃশ্য হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন- দুয়ারে সরকার নিয়ে বিকেলে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক মুখ্যসচিবের, বাড়ছে জল্পনা
শুধু তাই নয় দুবাইয়ে মহা সমারোহে খুলে গেল সুদৃশ্য মন্দিরের দরজা৷ বহু মানুষ সেখানেও গিয়েছেন৷  সংযুক্ত আরব আমিরশাহী সরকার গত ২০১৯ সালে এই মন্দিরের জন্য জমি বরাদ্দ করে৷ তার পর তিলে তিলে তিন বছর ধরে তৈরি করা হয়েছে মন্দিরটি৷ এমনকি, অতিমারির তীব্রতাও বন্ধ করতে পারেনি কাজ৷
advertisement
পাশাপাশি সোনার জন্য তো খ্যাতি আছেই আমদানি শুল্কের কারণে ভারতের তুলনায় দুবাইয়ে সোনার দাম কম। যেখানে ভারতে সোনা আমদানিতে শুল্ক দিতে হয় দুবাইয়ে সোনার আমদানিতে কোনও শুল্ক ধার্য করা হয় না। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, দুবাইয়ে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৪,২৫২ টাকা। ভারতে মুম্বই শহরে ওই একই ১ গ্রাম সোনার দাম ৪,৬৫৬ টাকা। হিসেব করলে দেখা যাবে কেউ যদি দুবাই থেকে ১০ গ্রাম সোন কেনেন, তবে তিনি ৪,০০০ টাকা সাশ্রয় করবেন।
advertisement
তবে এর নাম কিন্তু দুবাই নয়৷ পর্যটকেরা এর নামটি ভুল উচ্চারণ করেন৷ আরবে এই জায়গাকে বলা হয় Doo Bay অথবা duh bae৷ যেখানে D খুবই মৃদুভাবে উচ্চারণ করা হয়৷ 
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Amazing Facts: Correct pronunciation of Dubai || আমরা যতই বলি 'দুবাই', এর উচ্চারণ কিন্তু একেবারে আলাদা! উত্তর দিতে বেশিরভাগই ডাহা ফেল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement