#হাওড়া: পাড়ার গুলি ক্রিকেট থেকে বিশ্বকাপের ময়দানে বাজিমাত হাওড়ার ঋষিতার। হাওড়া বালিটুকরি বকুলতলা বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। নীলাদ্রি বসু ও মালবিকা বসুর কন্যা ঋষিতা বসু। ছোট থেকেই ক্রিকেটের প্রতি অগাধ ভালবাসা তাঁর। পরিবার সূত্রে জানা যায়, হৃষিতা তখন বয়স সাত বা আট বছর, সে সময় থেকেই ক্রিকেট খেলা শুরু। সর্বদা মেতে থাকত পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলায়। ছেলেদের সঙ্গেই পাড়ার গুলি ক্রিকেটের নিয়মিত সদস্য ছিল সে। ছোটবেলা থেকেই তার খেলাধুলার প্রতি দারুন মনোযোগ।
তখন ঋষিতার বয়স সাত বা আট সেই থেকেই পাড়ার অলিগলিতে ক্রিকেট খেলা শুরু। ছেলেদের সঙ্গে পাড়ার ক্রিকেট দলের সে একমাত্র মহিলা সদস্য ছিল। সে সময় থেকেই খেলাধুলতে প্রশংসিত হত। তাঁর খেলার প্রতি বাবা-মা ও পরিবার প্রতিবেশী সকলেই তাকে সাহস যুগিয়েছে। খেলার প্রতি নিষ্ঠা ও ভালোবাসা দেখেই অ্যাকাডেমিতে যুক্ত করা। ২০১৬ সাল নাগাদ প্রথম পাড়ার গলি ক্রিকেট ছেড়ে অ্যাকাডেমিতে প্রবেশ।হাওড়া স্পোর্টিং ক্রিকেট একাডেমিতে প্রায় এক বছর প্র্যাকটিস চলে। জানা যায়, সে সময় হৃষিতার কাছে ২০ টাকা না থাকায়। একদিন ম্যাচ খেলার সুযোগ পায়নি।
আরও পড়ুন - চ্যাম্পিয়ন খুদে মেয়েরা, একেবারে বহু কোটির পুরস্কার ঘোষণা, মালামাল করে দিল বিসিসিআই
বছর খানেক হাওড়া স্পোর্টিং ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিস। তারপর এলআরএস ক্রিকেট একাডেমিতে যোগদান। সেখান থেকেই তাঁর ২০১৭ সাল নাগাদ ডিস্ট্রিক খেলায় অংশগ্রহণ। ২০১৯ সাল নাগাদ বেঙ্গল খেলায় অংশগ্রহণ। তারপর অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলে সুযোগ।
আরও পড়ুন - Weather Update: সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্টভারতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সদস্য ঋষিতা বসুর পরিবারে আনন্দ উৎসবে মেতেছেন সকলে। মেয়ের কৃতিত্বে বাবা-মা পরিবার। ও পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন মেতে উঠেছেন আনন্দ উৎসবে। দেখাগেল বাজি পড়ানো থেকে মিষ্টি মুখ কোন কিছুই বাদ নেই। মেয়ের ঘরে ফেরায় অপেক্ষায় রয়েছেন সকলে।
Rakesh Maity
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah, U19 WC, U19 world cup