U19 Women's World Cup: পাড়ার ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে শুরু, আজ হাতে বিশ্বকাপ হাওড়ার ঋষিতার

Last Updated:

পাড়ার ক্রিকেট থেকে বিশ্বকাপের ময়দানে বাজিমাত! চমকে দিল হাওড়ার মেয়ে ঋষিতা৷

+
U19

U19 Women's World Cup

#হাওড়া: পাড়ার গুলি ক্রিকেট থেকে বিশ্বকাপের ময়দানে বাজিমাত হাওড়ার ঋষিতার। হাওড়া বালিটুকরি বকুলতলা বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। নীলাদ্রি বসু ও মালবিকা বসুর কন্যা ঋষিতা বসু। ছোট থেকেই ক্রিকেটের প্রতি অগাধ ভালবাসা তাঁর। পরিবার সূত্রে জানা যায়, হৃষিতা তখন বয়স সাত বা আট বছর, সে সময় থেকেই ক্রিকেট খেলা শুরু। সর্বদা মেতে থাকত পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলায়। ছেলেদের সঙ্গেই পাড়ার গুলি ক্রিকেটের নিয়মিত সদস্য ছিল সে। ছোটবেলা থেকেই তার খেলাধুলার প্রতি দারুন মনোযোগ।
তখন ঋষিতার বয়স সাত বা আট সেই থেকেই পাড়ার অলিগলিতে ক্রিকেট খেলা শুরু। ছেলেদের সঙ্গে পাড়ার ক্রিকেট দলের সে একমাত্র মহিলা সদস্য ছিল। সে সময় থেকেই খেলাধুলতে প্রশংসিত হত। তাঁর খেলার প্রতি বাবা-মা ও পরিবার প্রতিবেশী সকলেই তাকে সাহস যুগিয়েছে। খেলার প্রতি নিষ্ঠা ও ভালোবাসা দেখেই  অ্যাকাডেমিতে যুক্ত করা। ২০১৬ সাল নাগাদ প্রথম পাড়ার গলি ক্রিকেট ছেড়ে অ্যাকাডেমিতে প্রবেশ।হাওড়া স্পোর্টিং ক্রিকেট একাডেমিতে প্রায় এক বছর প্র্যাকটিস চলে। জানা যায়, সে সময় হৃষিতার কাছে ২০ টাকা না থাকায়। একদিন ম্যাচ খেলার সুযোগ পায়নি।
advertisement
advertisement
বছর খানেক হাওড়া স্পোর্টিং ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিস। তারপর এলআরএস ক্রিকেট একাডেমিতে যোগদান। সেখান থেকেই তাঁর ২০১৭ সাল নাগাদ ডিস্ট্রিক খেলায় অংশগ্রহণ। ২০১৯ সাল নাগাদ বেঙ্গল খেলায় অংশগ্রহণ। তারপর অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলে সুযোগ।
advertisement
ভারতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সদস্য ঋষিতা বসুর পরিবারে আনন্দ উৎসবে মেতেছেন সকলে। মেয়ের কৃতিত্বে বাবা-মা পরিবার। ও পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন মেতে উঠেছেন আনন্দ উৎসবে। দেখাগেল বাজি পড়ানো থেকে মিষ্টি মুখ কোন কিছুই বাদ নেই। মেয়ের ঘরে ফেরায় অপেক্ষায় রয়েছেন সকলে।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
U19 Women's World Cup: পাড়ার ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে শুরু, আজ হাতে বিশ্বকাপ হাওড়ার ঋষিতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement