চ্যাম্পিয়ন খুদে মেয়েরা, একেবারে বহু কোটির পুরস্কার ঘোষণা, মালামাল করে দিল বিসিসিআই
- Published by:Debalina Datta
Last Updated:
ভারতীয় দলের বাঙালি বোলার তিতাস সাধু মহিলা অনুর্ধ্ব-১৯-র টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
#মুম্বই: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা অনূর্ধ্ব-১৯ দল। এই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম দল বিশ্বকাপ জিতেছে। এই ম্যাচে ভারতীয় বোলাররা দারুণ বোলিং করেছে। ১৮ ওভারেই ইংল্যান্ডকে প্যাকআপ করে দেয়, আর ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দল সেই ছোট লক্ষ্যটি সহজেই তাড়া করে দেশকে বিশ্বকাপ এনে দেয়। জয়ের পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ মহিলা দল ও সহকারিদের জন্য পুরস্কারের বিপুল অর্থ ঘোষণা করেছেন৷
জয়ের পর জয় শাহ ট্যুইট করেছেন, "ভারতে মহিলাদের ক্রিকেট বাড়ছে এবং বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদাকে উন্নীত করেছে।" আরও বলেছেন, ‘‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে পুরো দল এবং সহকারীদের ৫কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।’’
আরও পড়ুন - Kolkata International Book Fair: আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
advertisement
advertisement
ভারতীয় দলের বাঙালি বোলার তিতাস সাধু মহিলা অনুর্ধ্ব-১৯-র টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট নিয়ে বাঙলার আগুনে কন্যা। একই ইংল্যান্ডের গ্রেস স্ক্রাইভেন 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' পুরস্কার পান।
advertisement
শেফালি ভার্মা সকলকেই কৃতিত্ব দিয়েছেন
জয়ের পরে, শেফালি ভার্মা স্বাভাবিকভাবে প্রথম মহিলাদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের জন্য উচ্ছ্বসিত ছিলেন৷ তিনি বলেন, “মেয়েরা যেভাবে পারফর্ম করছে এবং একে অপরকে সমর্থন করছে, এতে আমি খুবই খুশি। দারুণ লাগছে। কর্মীদেরও ধন্যবাদ, তাঁরা যেভাবে আমাদের সমর্থন করছে। তাঁরা আমাদের বলছে যে আমরা এখানে এসেছি শুধুমাত্র বিশ্বকাপ জিততে। তাঁদের অনেক ধন্যবাদ। আমাকে এত সুন্দর দল দেওয়ার জন্য বিসিসিআইকে অনেক ধন্যবাদ। বিশ্বকাপ জয়ে আমি খুবই খুশি।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 11:11 AM IST