Weather Update: সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট
- Published by:Debalina Datta
Last Updated:
এদিকে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রকৃতির বিরূপতা জারি৷ বৃষ্টি হবে
#কলকাতা: আবহাওয়া দফতরের ওয়েদার আপডেটে আগেই বলা হয়েছিল সোমবার থেকে ফের শীতের ইনিংস হালকা হলেও ফিরবে আর সেই কথা রেখে কাঁটায় কাঁটায় সোমবার ভোর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শিরশিরে ঠান্ডার ইনিংস শুরু হয়ে গেল৷ মঙ্গল, বুধবার হালকা করে তাপমাত্রা এক -দু ডিগ্রি বৃদ্ধি পেলেও, ফের বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পতন হবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আইএমডি৷
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রকৃতির বিরূপতা জারি৷ বৃষ্টি হবে দিল্লি ও তার আশেপাশের এলাকায়। ৩০ জানুয়ারি পুরো উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায়, পূর্ব রাজস্থান, গুজরাতের কিছু জায়গায় এবং জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদের অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, আফগানিস্তান এবং এর আশেপাশের অঞ্চলে একটি তীব্র পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এর প্রভাব চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। যার কারণে পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তর প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement