Howrah News- মায়ের স্বপ্ন পূরণ ছেলের! বানিয়ে ফেললেন আস্ত একটা লাইব্রেরি!

Last Updated:

মায়ের স্বপ্নের লাইব্রেরি বানালো ছেলে। সাজানো একটা ঘর, সেখানে একাধিক আলমারি। সেই আলমারিতে রয়েছে অসংখ্য বই

+
মায়ের

মায়ের স্বপ্ন পূরণ করতে ছেলের বানানো লাইব্রেরিতে নিয়মিত আসছেন পাঠকরা

#হাওড়া: মায়ের স্বপ্নের লাইব্রেরি বানালো ছেলে। সাজানো একটা ঘর, সেখানে একাধিক আলমারি। সেই আলমারিতে অসংখ্য জ্ঞান-বিজ্ঞান, জানা অজানা গল্প, উপন্যাস প্রচুর পাঠ্য বই রাখা থাকবে। স্থানীয় ছেলেমেয়েরা নিয়মিত এসে পাঠভ্যাস করবে সেখানে। এমনটাই ডোমজুড় লাগোয়া খাটোরা চন্দ্র পাড়ার বাসিন্দা, পেশায় শিক্ষক, রাকেশ চন্দ্র'র মা সঞ্চিতা চন্দ্রের স্বপ্ন ছিল। প্রায় এক বছর হল প্রয়াত হন সঞ্চিতা চন্দ্র।
রাকেশ বাবু জানান, "ছোট থেকেই মায়ের মুখে শুনতাম একটা আস্ত লাইব্রেরি গড়ার স্বপ্ন। যেখানে এলাকার ছোট থেকে বড় সমস্ত ছেলে মেয়েরা এসে তাদের চাহিদা মতো বই নিয়ে পড়াশোনা করবে। তারা বড় হয়ে উঠবে নিজেরা প্রতিষ্ঠিত হবে, আলোক উজ্জ্বল পরিবেশ তৈরি হবে।" বরাবরই রাকেশ চন্দ্রের লক্ষ্য ছিল মায়ের স্বপ্ন পূরণ করার। জানা যায়, তার বাড়িতে প্রচুর বই সংগ্রহ করেছিলেন বেশ কয়েক বছর আগে থেকেই।
advertisement
advertisement
রাকেশবাবু বলেন, "হঠাৎই গতবছর মা প্রয়াত হন। ঠিক তার পর থেকেই বাবা আর আমি লাইব্রেরি গড়ার প্রস্তুতি শুরু করি।" বাড়ি থেকে কয়েক মিনিটের হাঁটা পথ। রাস্তার উপর ১ কুঠুরি ঘর নিয়ে মায়ের স্বপ্নের লাইব্রেরি গড়া। ইতিমধ্যেই প্রায় ১০০ জন পাঠক সংখ্যা।
advertisement
রাকেশ বাবু জানান, মায়ের স্বপ্নের লাইব্রেরি, মায়ের নাম অনুসারে 'সঞ্চিতা চন্দ্র স্মৃতি পাঠাগার' লাইব্রেরিতে বিশেষ করে কম্পারেটিভ, জ্ঞান বিজ্ঞান, জানা-অজানা, গল্প উপন্যাস ও টেক্সট বই সহ বহু বই আছে। বর্তমানে প্রায় দুই হাজারের অধিক বই রয়েছে, প্রায় ৫০৯ টি ম্যাগাজিনও।
advertisement
তিনি আরও জানান, বাবা ও তিনি কয়েক লক্ষ টাকা ব্যয় করে মায়ের স্বপ্নের লাইব্রেরি বানিয়েছেন। লাইব্রেরি প্রতিষ্ঠার পর থেকে বহু বিশিষ্টজন তাদের সংগ্রহের বই ও নিজেদের লেখা বই দিয়ে সহযোগিতা করেছেন। এলাকার বহু মানুষও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাকেশবাবুকে।
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News- মায়ের স্বপ্ন পূরণ ছেলের! বানিয়ে ফেললেন আস্ত একটা লাইব্রেরি!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement