Howrah: দুয়ারে সরকার শিবিরে আসতে পারেননি! যোগাযোগ করুন স্থানীয় প্রশাসনিক দফতরে

Last Updated:

সরকারি নির্দেশ মত দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো পাঁচলা জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

+
title=

হাওড়া: সরকারি নির্দেশ মত দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো পাঁচলা জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ওই দিন সকাল থেকে শুরু হয় পরিষেবা। সরকারি প্রকল্প ১০০ শতাংশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্লক ও পঞ্চায়েত এর পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারন মানুষের উদ্দেশ্যে আগেই প্রচার করা হয়েছে এলাকায়। যাতে দুয়ারের সরকার শিবিরে এসে প্রকল্পের সুবিধা নিতে পারেন স্থানীয় বাসিন্দারা। এদিন শিবির পরিদর্শন করেন ব্লক উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ। শিবির থেকে খাদ্যসাথী প্রকল্পের রেশন কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেন বিডিও নিজে। শিবিরে পরিষেবা নিতে আসা মানুষজন জানান, খুব সহজে অল্প সময়ের মধ্যেই তাদের চাহিদা মত সহায়তা পাচ্ছেন। ব্লক উন্নয়ন আধিকারিক জানান, সরকারি পরিষেবা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
 
 
advertisement
তিনি আরও জানান , শিবিরে পরিষেবা নিতে আসা মানুষের অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হল। সর্বসাধারণ, বিশেষ করে মহিলাদের জন্য রয়েছে সহযোগীতা কেন্দ্র। কেউ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেদিকেও আমাদের নজর রয়েছে৷
advertisement
 
পঞ্চায়েত প্রধান আসলাম মোল্লা জানান, দুয়ারে সরকার শিবিরে পরিষেবা পাওয়ার জন্য এলাকায় প্রচার করা হয়েছে বিগত কয়েকদিন ধরে। দুয়ারে সরকার শিবিরে যে সমস্ত মানুষ পৌঁছতে পাচ্ছেন না।
advertisement
 
তাদের জন্য পঞ্চায়েত থেকে পরিষেবা পাওয়া যাবে সরকারি নির্ধারিত সময় পর্যন্ত। এছাড়া রাজ্য্ সরকারের দেওয়া টোল ফ্রি নম্বরেও ফোন করে সরকারি পরিষেবা সম্পর্কে জানতে পারবেন৷ ফোন নম্বরটি হল 1070.
advertisement
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: দুয়ারে সরকার শিবিরে আসতে পারেননি! যোগাযোগ করুন স্থানীয় প্রশাসনিক দফতরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement