হাওড়া: জলাশয় পরিণত হচ্ছে নোংরা আবর্জনা স্তুপে। পুকুরের একদিকে নোংরা আবর্জনা ফেলে ঢাকা পড়ে যাচ্ছে, অন্য দিকে সেই জল ব্যাবহার করছে একাংশের মানুষ। হাওড়া জেলার পাঁচলা, সাঁকরাইল ,ডোমজুড় সহ বিভিন্ন প্রান্তের ছবি একই । একশ্রেণীর মানুষ পুকুর বা জলাশয়ে অবাধে নোংরা আবর্জনা ফেলছেন। অন্যদিকে কিছু মানুষ সেই জল ব্যবহার করছে। গ্রামাঞ্চলে বহু এলাকায় পুকুরের জলে স্নান কাপড় কাচা বাসন মাজা এখনও রেওয়াজ রয়েছে। ব্যবহারযোগ্য পুকুর দিন দিন আবর্জনাপূর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে। দূষিত জল ব্যবহার করে শরীরে বিভিন্ন অসুখ দেখা দিচ্ছে। তবুও কিছু অংশের মানুষ যারা এক প্রকার অসহায় হয়েই এখনো পুকুরের জল ব্যবহার করে চলেছে।
অধিকাংশ গ্রামীণ এলাকায় পুকুর ডাস্টবিনে পরিণত হয়েছে। বাড়ির নোংরা আবর্জনা সরাসরি ফেলছেন পুকুরে। পুকুরের জল ঢেকে পড়ছে নোংরা আবর্জনায়। পুকুরের জলে ভাসছে প্লাস্টিক বোতল পলিথিন সহ অপচনশীল বিভিন্ন আবর্জনা।
আরও পড়ুনঃ এক বছর পর প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাল ছাত্রছাত্রীরা
পাশাপাশি বেশ কিছু এলাকার সংলগ্ন কারখানা রয়েছে।সেই কারখানার দূষিত নোংরা জল ও আবর্জনা এসে মিশছে পুকুরে। স্থানীয় এক ব্যক্তি জানান, নোংরা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা বা ব্যবস্থা না থাকার ফলে, দিন দিন পুকুর-জলাশয় আবর্জনাময় হয়ে উঠছে।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার শিবিরে আসতে পারেননি! যোগাযোগ করুন স্থানীয় প্রশাসনিক দফতরে
নিকাশি বন্ধ হয়ে পুকুরের জল আবদ্ধ হয়ে পড়ছে। এ ঘটনা প্রসঙ্গে পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শান্তি চক্রবর্তী জানান, এ বিষয়ে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে পরিকল্পিতভাবে। সেই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।
Rakesh Maityনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।